ঢাবি প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ‘গণতন্ত্রের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুরু হয়ে সাড়ে ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
অবস্থান কর্মসূচিতে ৪ দফা দাবির কথা বলা হয়। দাবিগুলো হলো—আগামী ৭ জানুয়ারির প্রহসনমূলক পাতানো ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে; সকল দলের অংশগ্রহণে সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে মহান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করে একটি টেকসই ও সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে হবে; সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করতে হবে এবং নির্বাচনব্যবস্থা ও রাষ্ট্রের অন্যান্য সকল অনুষঙ্গের সঙ্গে অ্যাকাডেমিয়ার সম্পর্ক নিশ্চিত করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক, টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের জালাল আহমেদ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতিমা, নূমান আহমাদ চৌধুরী (সাংবাদিকতা বিভাগ) ও সাকিবুর রনি (পদার্থবিজ্ঞান বিভাগ)।
অবস্থান কর্মসূচির বিষয়ে আরমানুল হক বলেন, ‘আমরা এসব দাবিতে মৌন মানববন্ধন, নীরব পদযাত্রা করেছি। আমরা মনে করি, দেশ ও জাতিকে এই অচলাবস্থা থেকে পরিত্রাণে গুরু দায়িত্বভার ছাত্র সমাজের কাঁধেই তুলে নিতে হবে।’
উল্লেখ্য, আরমানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের (গণসংহতি) আহ্বায়ক, উমামা ফাতেমা সদস্যসচিব এবং সাকির রনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জালাল আহমেদ একটি পত্রিকার সংবাদকর্মী হিসেবে রয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ‘গণতন্ত্রের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুরু হয়ে সাড়ে ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
অবস্থান কর্মসূচিতে ৪ দফা দাবির কথা বলা হয়। দাবিগুলো হলো—আগামী ৭ জানুয়ারির প্রহসনমূলক পাতানো ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে; সকল দলের অংশগ্রহণে সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে মহান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করে একটি টেকসই ও সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে হবে; সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করতে হবে এবং নির্বাচনব্যবস্থা ও রাষ্ট্রের অন্যান্য সকল অনুষঙ্গের সঙ্গে অ্যাকাডেমিয়ার সম্পর্ক নিশ্চিত করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক, টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের জালাল আহমেদ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতিমা, নূমান আহমাদ চৌধুরী (সাংবাদিকতা বিভাগ) ও সাকিবুর রনি (পদার্থবিজ্ঞান বিভাগ)।
অবস্থান কর্মসূচির বিষয়ে আরমানুল হক বলেন, ‘আমরা এসব দাবিতে মৌন মানববন্ধন, নীরব পদযাত্রা করেছি। আমরা মনে করি, দেশ ও জাতিকে এই অচলাবস্থা থেকে পরিত্রাণে গুরু দায়িত্বভার ছাত্র সমাজের কাঁধেই তুলে নিতে হবে।’
উল্লেখ্য, আরমানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের (গণসংহতি) আহ্বায়ক, উমামা ফাতেমা সদস্যসচিব এবং সাকির রনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জালাল আহমেদ একটি পত্রিকার সংবাদকর্মী হিসেবে রয়েছেন।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে