Ajker Patrika

ডুমুরিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ বিতরণ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১০: ৫৪
ডুমুরিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ বিতরণ

ডুমুরিয়ায় উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও সনদ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অ্যাডমিন) ওয়াহিদা আক্তার। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলাবিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা, কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, এস কে মুনির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিইও নারগিস ফাতেমা জামিন, সংগঠনের সভাপতি নাহিদা আক্তার বীণা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল। 

জানা যায়, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাস্তবায়নে ডুমুরিয়া উপজেলার তৃণমূল পর্যায়ের ৫৫০ জন নারীকে মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, স্যানিটারি ন্যাপকিন তৈরি, ব্লক বাটিক ও দরজিবিজ্ঞান, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার এবং কাগজের ঠোঙা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে জনপ্রতি দেড় হাজার টাকা প্রশিক্ষণ ভাতা এবং সনদ বিতরণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত