ইবি প্রতিনিধি
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত এই পরীক্ষায় সব প্রতিবন্ধকতা পেরিয়ে পা দিয়ে লিখে পরীক্ষা দিয়েছেন কৃষক বাবার সন্তান হাবিবুর রহমান।
জানা যায়, হাবিবুর আজ সোমবার ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার আব্দুস সালাম ও হেলেনা খাতুন দম্পতির সন্তান। চার ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। জন্ম থেকেই দুটি হাত নেই। খাওয়া-দাওয়া ও পড়ালেখাসহ অন্যান্য হাতের কাজ পা দিয়েই করতে হয় তাকে।
স্বপ্ন পূরণে হাবিবুর সকল প্রতিবন্ধকতাকে জয় করে ভর্তি যুদ্ধে অংশ নিয়েছেন। ভবিষ্যতে হতে চান বড় আলেম। ২০২০ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ এবং ২০২৩ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।
সংগ্রামী জীবনের বিষয়ে হাবিবুর বলেন, ‘আলিম পরীক্ষা শেষ করার পর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখি। পরিবার অনুপ্রেরণা দিয়েছে, তাই আজ এত দূর আসতে পেরেছি। ভবিষ্যতে বড় আলেম হতে চাই। নানা প্রতিবন্ধকতা সামনে এলেও এগিয়ে গিয়েছি। ইচ্ছে শক্তির মাধ্যমে সবকিছু জয় করতে হবে। চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয়।’
এদিকে ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদের তিনটি বিভাগ (আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সর্বমোট ৩২০টি আসনের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় হলগুলো পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত এই পরীক্ষায় সব প্রতিবন্ধকতা পেরিয়ে পা দিয়ে লিখে পরীক্ষা দিয়েছেন কৃষক বাবার সন্তান হাবিবুর রহমান।
জানা যায়, হাবিবুর আজ সোমবার ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার আব্দুস সালাম ও হেলেনা খাতুন দম্পতির সন্তান। চার ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। জন্ম থেকেই দুটি হাত নেই। খাওয়া-দাওয়া ও পড়ালেখাসহ অন্যান্য হাতের কাজ পা দিয়েই করতে হয় তাকে।
স্বপ্ন পূরণে হাবিবুর সকল প্রতিবন্ধকতাকে জয় করে ভর্তি যুদ্ধে অংশ নিয়েছেন। ভবিষ্যতে হতে চান বড় আলেম। ২০২০ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ এবং ২০২৩ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।
সংগ্রামী জীবনের বিষয়ে হাবিবুর বলেন, ‘আলিম পরীক্ষা শেষ করার পর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখি। পরিবার অনুপ্রেরণা দিয়েছে, তাই আজ এত দূর আসতে পেরেছি। ভবিষ্যতে বড় আলেম হতে চাই। নানা প্রতিবন্ধকতা সামনে এলেও এগিয়ে গিয়েছি। ইচ্ছে শক্তির মাধ্যমে সবকিছু জয় করতে হবে। চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয়।’
এদিকে ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদের তিনটি বিভাগ (আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সর্বমোট ৩২০টি আসনের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় হলগুলো পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৪ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৪ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে