ইবি প্রতিনিধি
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত এই পরীক্ষায় সব প্রতিবন্ধকতা পেরিয়ে পা দিয়ে লিখে পরীক্ষা দিয়েছেন কৃষক বাবার সন্তান হাবিবুর রহমান।
জানা যায়, হাবিবুর আজ সোমবার ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার আব্দুস সালাম ও হেলেনা খাতুন দম্পতির সন্তান। চার ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। জন্ম থেকেই দুটি হাত নেই। খাওয়া-দাওয়া ও পড়ালেখাসহ অন্যান্য হাতের কাজ পা দিয়েই করতে হয় তাকে।
স্বপ্ন পূরণে হাবিবুর সকল প্রতিবন্ধকতাকে জয় করে ভর্তি যুদ্ধে অংশ নিয়েছেন। ভবিষ্যতে হতে চান বড় আলেম। ২০২০ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ এবং ২০২৩ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।
সংগ্রামী জীবনের বিষয়ে হাবিবুর বলেন, ‘আলিম পরীক্ষা শেষ করার পর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখি। পরিবার অনুপ্রেরণা দিয়েছে, তাই আজ এত দূর আসতে পেরেছি। ভবিষ্যতে বড় আলেম হতে চাই। নানা প্রতিবন্ধকতা সামনে এলেও এগিয়ে গিয়েছি। ইচ্ছে শক্তির মাধ্যমে সবকিছু জয় করতে হবে। চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয়।’
এদিকে ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদের তিনটি বিভাগ (আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সর্বমোট ৩২০টি আসনের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় হলগুলো পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত এই পরীক্ষায় সব প্রতিবন্ধকতা পেরিয়ে পা দিয়ে লিখে পরীক্ষা দিয়েছেন কৃষক বাবার সন্তান হাবিবুর রহমান।
জানা যায়, হাবিবুর আজ সোমবার ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার আব্দুস সালাম ও হেলেনা খাতুন দম্পতির সন্তান। চার ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। জন্ম থেকেই দুটি হাত নেই। খাওয়া-দাওয়া ও পড়ালেখাসহ অন্যান্য হাতের কাজ পা দিয়েই করতে হয় তাকে।
স্বপ্ন পূরণে হাবিবুর সকল প্রতিবন্ধকতাকে জয় করে ভর্তি যুদ্ধে অংশ নিয়েছেন। ভবিষ্যতে হতে চান বড় আলেম। ২০২০ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ এবং ২০২৩ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।
সংগ্রামী জীবনের বিষয়ে হাবিবুর বলেন, ‘আলিম পরীক্ষা শেষ করার পর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখি। পরিবার অনুপ্রেরণা দিয়েছে, তাই আজ এত দূর আসতে পেরেছি। ভবিষ্যতে বড় আলেম হতে চাই। নানা প্রতিবন্ধকতা সামনে এলেও এগিয়ে গিয়েছি। ইচ্ছে শক্তির মাধ্যমে সবকিছু জয় করতে হবে। চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয়।’
এদিকে ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদের তিনটি বিভাগ (আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সর্বমোট ৩২০টি আসনের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় হলগুলো পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১৫ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
১৯ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
৩২ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগে