খুবি প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি।
আজ সোমবার সারা দিন খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের প্রায় ১২শ মানুষের মাঝে শীতবস্ত্র, বিনামূল্যে ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, কিশোরী মেয়েদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও বাচ্চাদের মাঝে চকলেট বিতরণ করেছেন সংগঠনটির সদস্যরা।
সংগঠন সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১০টায় মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর চৌকুনী (বহুমুখী) মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দক্ষিণ কালিকাপুর, চৌকুনী, কালিকাপুর (পশ্চিম পাড়া) এবং বাবুরা বাঁধ এলাকার ২৫০ পরিবারের মাঝে শীতের কম্বল, ২০০ জনকে শীতের সোয়েটার, সাড়ে ৩ শত জন মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে ওষুধ প্রদান এবং ১০০ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। একই সঙ্গে এ সময় ১০০ জন কিশোরীকে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। এ ছাড়া এসব এলাকার ২০০ জন শিশুকে চকলেট দেওয়া হয়। এ ছাড়া কালিকাপুর চৌকুনী (বহুমুখী) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
এ ছাড়া দুপুর ১টায় কালিকাপুর চৌকনী (বহুমুখী) মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সেমিনার করেন সংগঠনের সদস্যরা। এ সময় তারা বাল্যবিবাহের কুফল ও মেয়েদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে এলাকাবাসীকে আহ্বান জানান তারা।
তীব্র শীতে কম্বল পেয়ে খুশি মহেশ্বরিপুর ইউনিয়নের শীতার্ত মানুষেরা। এ সময় সংগঠনটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা।
কম্বল পেয়ে নিজের খুশি ব্যক্ত করে বাবুরা বাঁধ এলাকার স্থানীয় বাসিন্দা কালাচান বিবি বলেন, ‘আমার বাড়িত মেলা লোক। রাইতের বেলা ঘুমাতি সমস্যা হয়। শীতে কষ্ট হয়। কয়রাতে তো শীত খুব। কম্বলটা কামে দেবে।’
এ বিষয়ে সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত বলেন, ‘তীব্র শীতে সাধারণ মানুষ যখন কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন তখন মানবকল্যাণে আমরা এ ধরনের উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের সামান্য উদ্যোগের ফলে হয়তো শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে। ভবিষ্যতে যেকোনো দুঃসময়ে গরিব অসহায় মানুষের পাশে থাকব আমরা।’
উল্লেখ্য, বিগত ১০ বছর ধরে কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষেরা কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থা থেকে সাহায্য সহযোগিতা পাননি।
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি।
আজ সোমবার সারা দিন খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের প্রায় ১২শ মানুষের মাঝে শীতবস্ত্র, বিনামূল্যে ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, কিশোরী মেয়েদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও বাচ্চাদের মাঝে চকলেট বিতরণ করেছেন সংগঠনটির সদস্যরা।
সংগঠন সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১০টায় মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর চৌকুনী (বহুমুখী) মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দক্ষিণ কালিকাপুর, চৌকুনী, কালিকাপুর (পশ্চিম পাড়া) এবং বাবুরা বাঁধ এলাকার ২৫০ পরিবারের মাঝে শীতের কম্বল, ২০০ জনকে শীতের সোয়েটার, সাড়ে ৩ শত জন মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে ওষুধ প্রদান এবং ১০০ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। একই সঙ্গে এ সময় ১০০ জন কিশোরীকে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। এ ছাড়া এসব এলাকার ২০০ জন শিশুকে চকলেট দেওয়া হয়। এ ছাড়া কালিকাপুর চৌকুনী (বহুমুখী) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
এ ছাড়া দুপুর ১টায় কালিকাপুর চৌকনী (বহুমুখী) মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সেমিনার করেন সংগঠনের সদস্যরা। এ সময় তারা বাল্যবিবাহের কুফল ও মেয়েদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে এলাকাবাসীকে আহ্বান জানান তারা।
তীব্র শীতে কম্বল পেয়ে খুশি মহেশ্বরিপুর ইউনিয়নের শীতার্ত মানুষেরা। এ সময় সংগঠনটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা।
কম্বল পেয়ে নিজের খুশি ব্যক্ত করে বাবুরা বাঁধ এলাকার স্থানীয় বাসিন্দা কালাচান বিবি বলেন, ‘আমার বাড়িত মেলা লোক। রাইতের বেলা ঘুমাতি সমস্যা হয়। শীতে কষ্ট হয়। কয়রাতে তো শীত খুব। কম্বলটা কামে দেবে।’
এ বিষয়ে সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত বলেন, ‘তীব্র শীতে সাধারণ মানুষ যখন কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন তখন মানবকল্যাণে আমরা এ ধরনের উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের সামান্য উদ্যোগের ফলে হয়তো শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে। ভবিষ্যতে যেকোনো দুঃসময়ে গরিব অসহায় মানুষের পাশে থাকব আমরা।’
উল্লেখ্য, বিগত ১০ বছর ধরে কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষেরা কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থা থেকে সাহায্য সহযোগিতা পাননি।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে