Ajker Patrika

অর্ণব হত্যাকাণ্ডের বিচার দাবি খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

খুবি প্রতিনিধি 
অর্ণব কুমার সরকার। ছবি: সংগৃহীত
অর্ণব কুমার সরকার। ছবি: সংগৃহীত

সন্ত্রাসীদের গুলিতে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এমবিএর ছাত্র অর্ণব কুমার সরকারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সঠিক বিচারের দাবি জানানো হয়েছে।

আজ শনিবার সকালে খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র অর্ণব কুমার সরকার গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এই বর্বরোচিত হত্যার তীব্র নিন্দা এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ শাস্তির দাবি জানায় কুআ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্ণব কুমার সরকারের মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনার শেখপাড়া তেঁতুলতলা মোড়ে চা পান করছিলেন অর্ণব। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাঁকে গুলি করে। তাতে মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত