কুষ্টিয়া প্রতিনিধি
দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসিয়ে নিয়মিত জুয়া আসর বসানোর অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতের এই অভিযানে ১১ জনকে আটক করা হয়।
উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহখোলা গ্রামের আজমমোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউনিয়ন জাসদের সভাপতি কাজী আমিনুল বশির পালিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন তৌফিকুল ইসলাম (৪৭), আমিরুল বিশ্বাস (৫২), আব্দুল মজিদ (৪৫), হেলাল মণ্ডল (৩০), শফিকুল ইসলাম (৪৫), নেকবার আলী (৪৫), মতিয়ার রহমান (৫০), মিলন খান (৫০), কাজী গোলাম সরোয়ার (৫০), সামছুল আলম বিষু (৪৫) ও আবুল কালাম আজাদ (৩৫)। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাসদ নেতা কাজী আমিনুল বশির নিয়মিত তাঁর দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসান। এখান থেকে তিনি নিয়মিত টাকা তোলেন। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে জুয়া খেলা অবস্থায় ৮৬ সেট তাস, ৪ হাজার ৭২০ টাকাসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যান ওই জাসদ নেতা। পরে তাঁদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া নিরোধ আইনের ৪ ধারায় মামলা করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল বলেন, জুয়ার মামলায় আটক ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। একই মামলায় পলাতক আসামি ও জুয়ার আসরের মূল হোতা কাজী আমিনুল বশিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসিয়ে নিয়মিত জুয়া আসর বসানোর অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতের এই অভিযানে ১১ জনকে আটক করা হয়।
উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহখোলা গ্রামের আজমমোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউনিয়ন জাসদের সভাপতি কাজী আমিনুল বশির পালিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন তৌফিকুল ইসলাম (৪৭), আমিরুল বিশ্বাস (৫২), আব্দুল মজিদ (৪৫), হেলাল মণ্ডল (৩০), শফিকুল ইসলাম (৪৫), নেকবার আলী (৪৫), মতিয়ার রহমান (৫০), মিলন খান (৫০), কাজী গোলাম সরোয়ার (৫০), সামছুল আলম বিষু (৪৫) ও আবুল কালাম আজাদ (৩৫)। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাসদ নেতা কাজী আমিনুল বশির নিয়মিত তাঁর দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসান। এখান থেকে তিনি নিয়মিত টাকা তোলেন। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে জুয়া খেলা অবস্থায় ৮৬ সেট তাস, ৪ হাজার ৭২০ টাকাসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যান ওই জাসদ নেতা। পরে তাঁদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া নিরোধ আইনের ৪ ধারায় মামলা করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল বলেন, জুয়ার মামলায় আটক ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। একই মামলায় পলাতক আসামি ও জুয়ার আসরের মূল হোতা কাজী আমিনুল বশিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
৩ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতে মৃতদেহ দুইটি ভেসে এসেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ
৩ মিনিট আগেমামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে। আমি বলে দিয়েছি- মাসে ৫০০ মামলা হবে। কোনো ঘটনা ঘটলে মামলা নেবে না, তা হবে না...
৬ মিনিট আগেরাজধানী ঢাকাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আবারও রাস্তা অবরোধ করেছেন চালকেরা। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তাঁরা। ফলে প্রায় তিন ঘণ্টা ধরে আগারগাঁও সড়ক দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
৯ মিনিট আগে