ইবি প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের স্মরণে ২৪ কিলোমিটার পথ হেঁটেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে রওনা হয়ে বেলা সাড়ে তিনটায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছান।
এ সময় তাঁদের জন্য ফুল নিয়ে অপেক্ষা করছিলেন সহপাঠীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন তাঁরা।
পাঁচ শিক্ষার্থী হলেন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায়, নাদিম মাহমুদ, রোকনুজ্জামান রায়হান, শোহেব আফজাল সিদ্দিকী ও আল ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মামুন হোসাইন।
জানা যায়, বর্তমানে প্রভাতফেরির প্রচলন হারিয়ে যাওয়া, আঞ্চলিক ভাষাকে সম্মান প্রদর্শন ও ভাষার শুদ্ধ উচ্চারণের বার্তা নিয়ে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায় প্রথম এ যাত্রার কথা ভাবেন। যেই ভাবনা সেই কাজ বিজনের। এরই মধ্যে বিজনের সঙ্গে যোগ দেন আরও চার শিক্ষার্থী।
এ বিষয়ে শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘পৃথিবীতে এমন কোনো নজির নেই, যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। ভাষাশহীদদের স্মরণে ও শ্রদ্ধা নিবেদনের জন্য নিজেদের জায়গা থেকে এই প্রয়াস। আমাদের এই যাত্রার মাধ্যমে সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন, শুদ্ধাচার, আঞ্চলিক ভাষাকে সম্মান এবং হারিয়ে যাওয়া প্রভাতফেরির বার্তা দিতে চাই।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের স্মরণে ২৪ কিলোমিটার পথ হেঁটেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে রওনা হয়ে বেলা সাড়ে তিনটায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছান।
এ সময় তাঁদের জন্য ফুল নিয়ে অপেক্ষা করছিলেন সহপাঠীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন তাঁরা।
পাঁচ শিক্ষার্থী হলেন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায়, নাদিম মাহমুদ, রোকনুজ্জামান রায়হান, শোহেব আফজাল সিদ্দিকী ও আল ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মামুন হোসাইন।
জানা যায়, বর্তমানে প্রভাতফেরির প্রচলন হারিয়ে যাওয়া, আঞ্চলিক ভাষাকে সম্মান প্রদর্শন ও ভাষার শুদ্ধ উচ্চারণের বার্তা নিয়ে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায় প্রথম এ যাত্রার কথা ভাবেন। যেই ভাবনা সেই কাজ বিজনের। এরই মধ্যে বিজনের সঙ্গে যোগ দেন আরও চার শিক্ষার্থী।
এ বিষয়ে শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘পৃথিবীতে এমন কোনো নজির নেই, যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। ভাষাশহীদদের স্মরণে ও শ্রদ্ধা নিবেদনের জন্য নিজেদের জায়গা থেকে এই প্রয়াস। আমাদের এই যাত্রার মাধ্যমে সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন, শুদ্ধাচার, আঞ্চলিক ভাষাকে সম্মান এবং হারিয়ে যাওয়া প্রভাতফেরির বার্তা দিতে চাই।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে