ডুমুরিয়া প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনন্দ মণ্ডল ও নিখিল মণ্ডল নামের দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে একটি সরকারি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তিনটি পরিবার চার দিন ধরে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছে। ঘটনাটি ঘটেছে খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা দক্ষিণপাড়া গ্রামে। এ ঘটনায় গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অবরুদ্ধ হয়ে পড়া গোপাল ঢালীর ছেলে প্রশান্ত ঢালী অভিযোগ করে বলেন, তাঁরা একই পাড়ায় বেশ কিছু পরিবার মিলেমিশে বসবাস করেন। তাঁদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। সামান্য তর্কবিতর্কের জেরে প্রতিবেশী অতুল মণ্ডলের ছেলে প্রভাবশালী আনন্দ মণ্ডল ও তাঁর সহযোগী নিখিল মণ্ডল রাস্তাটি রাতে বাঁশের বেড়া ও ইট দিয়ে সম্পূর্ণ চলাচল বন্ধ করে দিয়েছে। ইট বিছানো সরকারি ওই রাস্তা দিয়ে তাদের প্রতিনিয়ত চলাচল করতে হয়। এখন অবরুদ্ধ হয়ে ডিঙি নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে।
প্রশান্ত ছাড়াও অবরুদ্ধ হয়ে পড়া ধীমান ঢালী ও গুরুপদ মজুমদারের পরিবার এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এ ব্যাপারে প্রভাবশালী আনন্দ মণ্ডল বলেন, প্রশান্ত ঢালী তাঁকে নিয়ে আজেবাজে কথা বলেছেন। এ কারণে তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। প্রশান্ত তাঁর কাছে ক্ষমা না চাইলে ওই রাস্তা অবরুদ্ধ থাকবে।
ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস বলেন, তিনি আনন্দ মণ্ডলকে রাস্তা খুলে দিতে বলেছেন। এরপর কী হয়েছে, তাঁকে কেউ কিছু জানায়নি।
ইউএনও আবদুল ওয়াদুদ বলেন, এ বিষয়ে তাঁর কাছে লিখিত অভিযোগ এসেছে। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনন্দ মণ্ডল ও নিখিল মণ্ডল নামের দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে একটি সরকারি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তিনটি পরিবার চার দিন ধরে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছে। ঘটনাটি ঘটেছে খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা দক্ষিণপাড়া গ্রামে। এ ঘটনায় গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অবরুদ্ধ হয়ে পড়া গোপাল ঢালীর ছেলে প্রশান্ত ঢালী অভিযোগ করে বলেন, তাঁরা একই পাড়ায় বেশ কিছু পরিবার মিলেমিশে বসবাস করেন। তাঁদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। সামান্য তর্কবিতর্কের জেরে প্রতিবেশী অতুল মণ্ডলের ছেলে প্রভাবশালী আনন্দ মণ্ডল ও তাঁর সহযোগী নিখিল মণ্ডল রাস্তাটি রাতে বাঁশের বেড়া ও ইট দিয়ে সম্পূর্ণ চলাচল বন্ধ করে দিয়েছে। ইট বিছানো সরকারি ওই রাস্তা দিয়ে তাদের প্রতিনিয়ত চলাচল করতে হয়। এখন অবরুদ্ধ হয়ে ডিঙি নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে।
প্রশান্ত ছাড়াও অবরুদ্ধ হয়ে পড়া ধীমান ঢালী ও গুরুপদ মজুমদারের পরিবার এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এ ব্যাপারে প্রভাবশালী আনন্দ মণ্ডল বলেন, প্রশান্ত ঢালী তাঁকে নিয়ে আজেবাজে কথা বলেছেন। এ কারণে তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। প্রশান্ত তাঁর কাছে ক্ষমা না চাইলে ওই রাস্তা অবরুদ্ধ থাকবে।
ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস বলেন, তিনি আনন্দ মণ্ডলকে রাস্তা খুলে দিতে বলেছেন। এরপর কী হয়েছে, তাঁকে কেউ কিছু জানায়নি।
ইউএনও আবদুল ওয়াদুদ বলেন, এ বিষয়ে তাঁর কাছে লিখিত অভিযোগ এসেছে। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
১ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
১ ঘণ্টা আগে