তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় খলিলনগর ইউনিয়নের গোনালী বিলপাড়া এলাকার ৫০০ মিটার রাস্তায় বালু ফিলিং করা হচ্ছে। হেরিং বোন বল্ড পদ্ধতিতে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে এ কাজ করা হচ্ছে। তবে অভিযোগ উঠেছে বালু ফিলিংয়ের নামে কাদা-মাটি ব্যবহার করা হচ্ছে।
গ্রামীণ মাটির রাস্তায় টেকসইকরণে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) প্রকল্প কাজটি করছে সাতক্ষীরার মেসার্স নয়ন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, রাতের আঁধারে বালুর পরিবর্তে কাদামিশ্রিত মাটি দিয়ে রাস্তা ভরাট করে ওপরে সামান্য বালু ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা হাসেম মোল্লা বলেন, ‘রাত ১১টার পরে আমাদের এই রাস্তায় বালুর পরিবর্তে কাদা মিশ্রিত মাটি দিয়ে রাস্তা ভরাট করে। পরে ওপরে সামান্য বালু ছড়িয়ে রাস্তা দেয়। এভাবে রাস্তা তৈরি করলে তা টিকবে না।’
স্থানীয় আরেক বাসিন্দা সখিনা বেগম বলেন, ‘আমরা মহিলা মানুষ। আমরা বললে ঠিকাদারের লোকজন কথা শোনে না।’
‘আমরা স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছি, সে এসে কাজের মান খারাপ দেখে কাজটি বন্ধ করে দিয়েছে। এ ছাড়া যে ইট আনা হয়েছে, তা নিম্ন মানের। রাস্তার কাজে যদি এই নিম্নমানের ইট বিছানো হয়, তাহলে রাস্তাটি বেশি দিন টিকবে না। আবার আমাদের দুর্ভোগ পোহাতে হবে।’ বলেন, স্থানীয় বাসিন্দা রহমত মোল্লা।
খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে মাটি মিশ্রিত ফিলিং ও ইটের মান খারাপ দেখে কাজটি বন্ধ করে দিয়েছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, যাতে নতুন করে বালু ফেলে ও ভালো মানের ইট দিয়ে রাস্তাটি তৈরি করা হয়।’
অভিযোগের বিষয়ে মেসার্স নয়ন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম বলেন, ‘নতুন করে আবার বালু দিয়ে রাস্তা ফিলিং করে কাজ করা হবে।’
তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ায়দুল হক বলেন, ‘কাজটি বন্ধ আছে। রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না, সঠিকভাবে বালু ফিলিং করে এবং ভালো মানের ইট দিয়ে রাস্তা তৈরি করতে হবে।’
সাতক্ষীরার তালায় খলিলনগর ইউনিয়নের গোনালী বিলপাড়া এলাকার ৫০০ মিটার রাস্তায় বালু ফিলিং করা হচ্ছে। হেরিং বোন বল্ড পদ্ধতিতে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে এ কাজ করা হচ্ছে। তবে অভিযোগ উঠেছে বালু ফিলিংয়ের নামে কাদা-মাটি ব্যবহার করা হচ্ছে।
গ্রামীণ মাটির রাস্তায় টেকসইকরণে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) প্রকল্প কাজটি করছে সাতক্ষীরার মেসার্স নয়ন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, রাতের আঁধারে বালুর পরিবর্তে কাদামিশ্রিত মাটি দিয়ে রাস্তা ভরাট করে ওপরে সামান্য বালু ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা হাসেম মোল্লা বলেন, ‘রাত ১১টার পরে আমাদের এই রাস্তায় বালুর পরিবর্তে কাদা মিশ্রিত মাটি দিয়ে রাস্তা ভরাট করে। পরে ওপরে সামান্য বালু ছড়িয়ে রাস্তা দেয়। এভাবে রাস্তা তৈরি করলে তা টিকবে না।’
স্থানীয় আরেক বাসিন্দা সখিনা বেগম বলেন, ‘আমরা মহিলা মানুষ। আমরা বললে ঠিকাদারের লোকজন কথা শোনে না।’
‘আমরা স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছি, সে এসে কাজের মান খারাপ দেখে কাজটি বন্ধ করে দিয়েছে। এ ছাড়া যে ইট আনা হয়েছে, তা নিম্ন মানের। রাস্তার কাজে যদি এই নিম্নমানের ইট বিছানো হয়, তাহলে রাস্তাটি বেশি দিন টিকবে না। আবার আমাদের দুর্ভোগ পোহাতে হবে।’ বলেন, স্থানীয় বাসিন্দা রহমত মোল্লা।
খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে মাটি মিশ্রিত ফিলিং ও ইটের মান খারাপ দেখে কাজটি বন্ধ করে দিয়েছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, যাতে নতুন করে বালু ফেলে ও ভালো মানের ইট দিয়ে রাস্তাটি তৈরি করা হয়।’
অভিযোগের বিষয়ে মেসার্স নয়ন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম বলেন, ‘নতুন করে আবার বালু দিয়ে রাস্তা ফিলিং করে কাজ করা হবে।’
তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ায়দুল হক বলেন, ‘কাজটি বন্ধ আছে। রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না, সঠিকভাবে বালু ফিলিং করে এবং ভালো মানের ইট দিয়ে রাস্তা তৈরি করতে হবে।’
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
১১ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
২১ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে