কুষ্টিয়া প্রতিনিধি
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে আজ বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়া সমন্বয়কদের একজন নুসরাত তাবাসসুম জ্যোতি। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাগুয়ান গ্রামে। নুসরাতের বাবা আব্দুল হালিম বলেন, ‘ডিবি হেফাজতে নির্যাতন বা অন্য কোনো সমস্যা হয়নি, মেয়েকে আলাদা রাখা হয়েছিল।’
আব্দুল হালিম উপজেলার কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকের পত্রিকাকে ডিবি হেফাজত থেকে মেয়ের ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আজ সন্ধ্যায় মোবাইল ফোনে তিনি ওই কথা বলেন। তিনি বর্তমানে রাজধানীর মিরপুরে এক আত্মীয়ের বাড়িতে পরিবারসহ অবস্থান করছেন। আজ দুপুরে পরিবারের জিম্মায় নুসরাত তাবাসসুম জ্যোতিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ডিবি হেফাজতে মেয়েকে কোনো প্রকার নির্যাতন করা হয়েছে কিনা জানতে চাইলে জবাবে আব্দুল হালিম বলেন, ‘মেয়ে ফিরে আসার পর তার সঙ্গে কথা হয়েছে। সে জানিয়েছে, কোনো সমস্যা হয়নি। তাকে আলাদা রাখা হয়েছিল।’ জোর করে কোনো বিবৃতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়ের ক্ষেত্রে এমন কিছু হয়নি।’
বিভিন্ন সূত্রে জানা গেছে মেয়েকে ডিবি হেফাজতে নেওয়ার পর আপনাদেরও দৌলতপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে নুসরাতের বাবা বলেন, ‘এমনটা নয়, আমরা মেয়ের খবর জানতে পেরে ঢাকায় এসেছিলাম। আমি নিজেও অসুস্থ। চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি।’ তবে বিশ্রামে থাকায় নুসরাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। গত রোববার তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে আজ বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়া সমন্বয়কদের একজন নুসরাত তাবাসসুম জ্যোতি। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাগুয়ান গ্রামে। নুসরাতের বাবা আব্দুল হালিম বলেন, ‘ডিবি হেফাজতে নির্যাতন বা অন্য কোনো সমস্যা হয়নি, মেয়েকে আলাদা রাখা হয়েছিল।’
আব্দুল হালিম উপজেলার কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকের পত্রিকাকে ডিবি হেফাজত থেকে মেয়ের ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আজ সন্ধ্যায় মোবাইল ফোনে তিনি ওই কথা বলেন। তিনি বর্তমানে রাজধানীর মিরপুরে এক আত্মীয়ের বাড়িতে পরিবারসহ অবস্থান করছেন। আজ দুপুরে পরিবারের জিম্মায় নুসরাত তাবাসসুম জ্যোতিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ডিবি হেফাজতে মেয়েকে কোনো প্রকার নির্যাতন করা হয়েছে কিনা জানতে চাইলে জবাবে আব্দুল হালিম বলেন, ‘মেয়ে ফিরে আসার পর তার সঙ্গে কথা হয়েছে। সে জানিয়েছে, কোনো সমস্যা হয়নি। তাকে আলাদা রাখা হয়েছিল।’ জোর করে কোনো বিবৃতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়ের ক্ষেত্রে এমন কিছু হয়নি।’
বিভিন্ন সূত্রে জানা গেছে মেয়েকে ডিবি হেফাজতে নেওয়ার পর আপনাদেরও দৌলতপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে নুসরাতের বাবা বলেন, ‘এমনটা নয়, আমরা মেয়ের খবর জানতে পেরে ঢাকায় এসেছিলাম। আমি নিজেও অসুস্থ। চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি।’ তবে বিশ্রামে থাকায় নুসরাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। গত রোববার তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে