ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. সঞ্জয় কুমার সরকারকে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জয়া সাহার অভিযোগের তদন্ত করেন একজন ম্যাজিস্ট্রেট। তদন্ত প্রতিবেদন বাদীর পক্ষে গেলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আসামি মীমাংসার শর্তে আদালত থেকে অস্থায়ী জামিন নেন। কিন্তু মীমাংসা না হওয়ায় আসামি আদালতে হাজিরা দিলে বিচারক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে মামলার বাদী জয়া সাহা বলেন, তাঁর স্বামী সঞ্জয় কুমার তাঁকে যৌতুকের জন্য মারধর করতেন। এ কারণে আদালতে মামলা করেন।
জয়া সাহা গত ৪ জুন বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ করেন। তা ছাড়া উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রার দপ্তরে লিখিত অভিযোগ দেন। অভিযোগ বলা হয়, বিয়ের পর থেকেই সঞ্জয় তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ ২০২৩ সালের ২৪ জুন তাঁকে বাবার বাড়িতে রেখে আসেন এবং ১০ লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় জয়া আদালতে মামলা করেন।
এর আগে ২০১৮ সালে সঞ্জয়ের বিরুদ্ধে তাঁরই বিভাগের এক ছাত্রীকে নিপীড়ন ও হত্যার হুমকির অভিযোগ ওঠে। তদন্তে ছাত্রীর মানসিক অবস্থার অবনতি হয় বলে উল্লেখ করা হয়েছিল।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. সঞ্জয় কুমার সরকারকে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জয়া সাহার অভিযোগের তদন্ত করেন একজন ম্যাজিস্ট্রেট। তদন্ত প্রতিবেদন বাদীর পক্ষে গেলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আসামি মীমাংসার শর্তে আদালত থেকে অস্থায়ী জামিন নেন। কিন্তু মীমাংসা না হওয়ায় আসামি আদালতে হাজিরা দিলে বিচারক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে মামলার বাদী জয়া সাহা বলেন, তাঁর স্বামী সঞ্জয় কুমার তাঁকে যৌতুকের জন্য মারধর করতেন। এ কারণে আদালতে মামলা করেন।
জয়া সাহা গত ৪ জুন বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ করেন। তা ছাড়া উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রার দপ্তরে লিখিত অভিযোগ দেন। অভিযোগ বলা হয়, বিয়ের পর থেকেই সঞ্জয় তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ ২০২৩ সালের ২৪ জুন তাঁকে বাবার বাড়িতে রেখে আসেন এবং ১০ লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় জয়া আদালতে মামলা করেন।
এর আগে ২০১৮ সালে সঞ্জয়ের বিরুদ্ধে তাঁরই বিভাগের এক ছাত্রীকে নিপীড়ন ও হত্যার হুমকির অভিযোগ ওঠে। তদন্তে ছাত্রীর মানসিক অবস্থার অবনতি হয় বলে উল্লেখ করা হয়েছিল।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৯ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে