মাগুরা প্রতিনিধি
ক্রিকেট বিশ্বকাপে আঙুলে চোট লাগার পর সাকিব আল হাসানকে আর ব্যাট হাতে মাঠে দেখা যায়নি। তবে মাগুরার নিজ নির্বাচনী এলাকায় তিনি এবার সংসদ সদস্য প্রার্থী হয়ে ভোটের মাঠেই নেমে গেলেন ব্যাট ও বল হাতে।
আজ শুক্রবার সকাল ৯টায় স্থানীয় নোমানী ময়দানে সাকিবকে দেখা যায় জার্সি পরিহিত অবস্থায় ক্রিকেট খেলতে।
সরেজমিনে দেখা যায়, মাগুরার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি এই মাঠে হাজির হন। এ সময় ছেলেবেলার কোচ সাদ্দাম হোসেন গোর্কিসহ সাবেক খেলোয়াড়েরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন শেষে তিনি ব্যাট হাতে পিচে নেমে যান। স্থানীয় বোলারদের বলে তিনি কয়েকটি চার হাঁকান। এ সময় মাঠে উপস্থিত দর্শক সাকিব-সাকিব বলে উল্লাস করতে থাকেন। পরে তিনি আউট হয়ে গেলে এক ওভার বল করেন। এরপর তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে ও কুশল বিনিময় করে মাঠ থেকে নির্বাচনী জনসংযোগে বেরিয়ে পড়েন।
সাকিব আল হাসান বলেন, ‘এই নোমানী ময়দান মাঠে আমার ক্রিকেটে হাতেখড়ি। এখান থেকে আমি খেলা শুরু করি গোর্কি ভাইয়ের হাত ধরে।’
তিনি আরও বলেন, ‘আমি প্রথমে ছিলাম ফাস্ট বোলার। পরে গোর্কি ভাই বলেন তুমি স্পিন করো। এরপর থেকে আমি স্পিনার হয়ে যাই।’
এ বিষয়ে সাকিবের শৈশবের কোচ সাদ্দাম হোসেন গোর্কি আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবকে যখন ডেকেছি, তখনই সে ছুটে এসেছে। এখন সে নৌকার প্রার্থী। আমরা চাই সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মাগুরায় একটা ভালো মানের ক্রিকেট একাডেমি করুক। মাগুরায় সাকিবের মতো আরও মেধাবী ক্রিকেটার তৈরি হোক।’
ক্রিকেট বিশ্বকাপে আঙুলে চোট লাগার পর সাকিব আল হাসানকে আর ব্যাট হাতে মাঠে দেখা যায়নি। তবে মাগুরার নিজ নির্বাচনী এলাকায় তিনি এবার সংসদ সদস্য প্রার্থী হয়ে ভোটের মাঠেই নেমে গেলেন ব্যাট ও বল হাতে।
আজ শুক্রবার সকাল ৯টায় স্থানীয় নোমানী ময়দানে সাকিবকে দেখা যায় জার্সি পরিহিত অবস্থায় ক্রিকেট খেলতে।
সরেজমিনে দেখা যায়, মাগুরার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি এই মাঠে হাজির হন। এ সময় ছেলেবেলার কোচ সাদ্দাম হোসেন গোর্কিসহ সাবেক খেলোয়াড়েরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন শেষে তিনি ব্যাট হাতে পিচে নেমে যান। স্থানীয় বোলারদের বলে তিনি কয়েকটি চার হাঁকান। এ সময় মাঠে উপস্থিত দর্শক সাকিব-সাকিব বলে উল্লাস করতে থাকেন। পরে তিনি আউট হয়ে গেলে এক ওভার বল করেন। এরপর তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে ও কুশল বিনিময় করে মাঠ থেকে নির্বাচনী জনসংযোগে বেরিয়ে পড়েন।
সাকিব আল হাসান বলেন, ‘এই নোমানী ময়দান মাঠে আমার ক্রিকেটে হাতেখড়ি। এখান থেকে আমি খেলা শুরু করি গোর্কি ভাইয়ের হাত ধরে।’
তিনি আরও বলেন, ‘আমি প্রথমে ছিলাম ফাস্ট বোলার। পরে গোর্কি ভাই বলেন তুমি স্পিন করো। এরপর থেকে আমি স্পিনার হয়ে যাই।’
এ বিষয়ে সাকিবের শৈশবের কোচ সাদ্দাম হোসেন গোর্কি আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবকে যখন ডেকেছি, তখনই সে ছুটে এসেছে। এখন সে নৌকার প্রার্থী। আমরা চাই সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মাগুরায় একটা ভালো মানের ক্রিকেট একাডেমি করুক। মাগুরায় সাকিবের মতো আরও মেধাবী ক্রিকেটার তৈরি হোক।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে