কুষ্টিয়া প্রতিনিধি
ভোটের সময় হামলা–নির্যাতনের কথা স্মৃতিচারণা করে কাঁদলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি আব্দুর রউফ। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফকে হারিয়ে ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার কুমারখালী উপজেলার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে ওই আসনের পোলিং এজেন্টদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে প্রায় ৪৩ সেকেন্ড ধরে কাঁদেন এমপি আব্দুর রউফ।
তিনি বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাতন সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনো দিন ভুলব না। আপনাদের যেকোনো চাওয়া–পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’
আব্দুর রউফ আরও বলেন, ‘ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন।’
পোলিং এজেন্ট নাজমুল হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘শক্তিশালী নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে আমরা হামলা, নির্যাতন, নিপীড়ন ও মামলার শিকার হয়েছি।’ তিনি এমপির কাছে মাসিক ভাতা প্রদানের দাবি জানান।
এ সময় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো এমন অনুষ্ঠানে ১০০টি ভোটকেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৪ আসনে ভোটের আগে–পরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থকেরা বেশি হতাহত হয়েছেন।
সর্বশেষ গত ১৩ মার্চ রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে মো. নান্নু (৪৫) নামে এক যুবক খুন হন। এর আগে ১৫ জানুয়ারি কুমারখালীতে দুপক্ষের হামলায় গুলিবিদ্ধ জিয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে সময় নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ দাবি করেছিলেন, তাঁর পক্ষে ভোট করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে।
ভোটের সময় হামলা–নির্যাতনের কথা স্মৃতিচারণা করে কাঁদলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি আব্দুর রউফ। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফকে হারিয়ে ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার কুমারখালী উপজেলার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে ওই আসনের পোলিং এজেন্টদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে প্রায় ৪৩ সেকেন্ড ধরে কাঁদেন এমপি আব্দুর রউফ।
তিনি বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাতন সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনো দিন ভুলব না। আপনাদের যেকোনো চাওয়া–পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’
আব্দুর রউফ আরও বলেন, ‘ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন।’
পোলিং এজেন্ট নাজমুল হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘শক্তিশালী নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে আমরা হামলা, নির্যাতন, নিপীড়ন ও মামলার শিকার হয়েছি।’ তিনি এমপির কাছে মাসিক ভাতা প্রদানের দাবি জানান।
এ সময় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো এমন অনুষ্ঠানে ১০০টি ভোটকেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৪ আসনে ভোটের আগে–পরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থকেরা বেশি হতাহত হয়েছেন।
সর্বশেষ গত ১৩ মার্চ রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে মো. নান্নু (৪৫) নামে এক যুবক খুন হন। এর আগে ১৫ জানুয়ারি কুমারখালীতে দুপক্ষের হামলায় গুলিবিদ্ধ জিয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে সময় নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ দাবি করেছিলেন, তাঁর পক্ষে ভোট করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে।
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে