উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রকাশ : ২৮ মে ২০২৩, ১৬: ৪৪

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান মুশফিকের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। আজ রোববার শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ের বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে নির্বাচনে অংশ নিতে আর বাধা রইল না মুশফিকের। 

এ বিষয়ে মুশফিকের আইনজীবী মাহাবুবর রহমান জানান, কেসিসির স্বতন্ত্র মেয়র প্রার্থী মুশফিকুর রহমান মুশফিকের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। এর ফলে প্রার্থী হতে তাঁর আর বাধা নেই। 

এদিকে প্রার্থিতা ফিরে পেয়ে উচ্ছ্বসিত মুশফিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার প্রার্থিতা ফিরে পাওয়া মানে জনতার বিজয়। আমাকে প্রার্থিতা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হতে হয়েছে। এই রায়ে আমি অত্যন্ত আনন্দিত। প্রার্থিতা ফিরে পাওয়ায় আমার কর্মী ও সমর্থকেরা খুশি। আশা করি প্রতিশ্রুতি নিয়ে খুলনা নগরবাসীর কাছে যেতে পারব।’ 

গত ২৩ মে আপিল শুনানিতে মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধূরী। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হন মুশফিকুর রহমান মুশফিক। কেসিসির গতবারের নির্বাচনে মুশফিক জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত