ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের চাকলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুবির দাস (২০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মৃত সুবির দাস শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে। তাঁর বাবা সত্যপদ দাস ঝিনাইদহ সার্কিট হাউসের মালি হিসেবে কর্মরত।
আহতরা হলেন সত্যপদ দাস, সীতা দাস, খোকন দাস ও মিঠুন দাস।
আটক ব্যক্তিরা হলেন সুনিল দাস, বিমল ও অন্তর। সুনিল দাস মহেশপুর উপজেলা ভূমি অফিসের প্রসেস সার্ভার হিসেবে কর্মরত।
স্থানীয়রা জানান, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সঙ্গে জমি নিয়ে সুনিল চন্দ্র দাসের বিরোধ চলছিল। ওই জমির মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। গতকাল ওই মামলায় হাজিরা দিয়ে আসে উভয় পরিবার। পরে রাতে চাকলাপাড়ার মির্জামহলের সামনে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সঙ্গে সুনিল দাসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুনিল ছুরি দিয়ে সুবিরকে আঘাত করেন। এ সময় উভয় পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে সুবির দাস, সত্যপদ দাস, সীতা দাস, খোকন দাস ও মিঠুন দাস আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবির দাসকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণেই সুবির দাসের মৃত্যু হয়েছে। বাকিদের শরীরেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, গতকাল রাতেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাকলাপাড়া এলাকা থেকে সুনিল, বিমল ও অন্তরকে আটক করা হয়েছে।
ঝিনাইদহের চাকলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুবির দাস (২০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মৃত সুবির দাস শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে। তাঁর বাবা সত্যপদ দাস ঝিনাইদহ সার্কিট হাউসের মালি হিসেবে কর্মরত।
আহতরা হলেন সত্যপদ দাস, সীতা দাস, খোকন দাস ও মিঠুন দাস।
আটক ব্যক্তিরা হলেন সুনিল দাস, বিমল ও অন্তর। সুনিল দাস মহেশপুর উপজেলা ভূমি অফিসের প্রসেস সার্ভার হিসেবে কর্মরত।
স্থানীয়রা জানান, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সঙ্গে জমি নিয়ে সুনিল চন্দ্র দাসের বিরোধ চলছিল। ওই জমির মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। গতকাল ওই মামলায় হাজিরা দিয়ে আসে উভয় পরিবার। পরে রাতে চাকলাপাড়ার মির্জামহলের সামনে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সঙ্গে সুনিল দাসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুনিল ছুরি দিয়ে সুবিরকে আঘাত করেন। এ সময় উভয় পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে সুবির দাস, সত্যপদ দাস, সীতা দাস, খোকন দাস ও মিঠুন দাস আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবির দাসকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণেই সুবির দাসের মৃত্যু হয়েছে। বাকিদের শরীরেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, গতকাল রাতেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাকলাপাড়া এলাকা থেকে সুনিল, বিমল ও অন্তরকে আটক করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বনভূমিতে অভিযান শেষে ফেরার পথে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও দুটি ভেকু ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
২৩ মিনিট আগেদ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যথায় তাকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
২৯ মিনিট আগেজাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুসারে বাংলাদেশে ৫-১৭ বৎসর বয়সী কর্মজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখের বেশি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা প্রায় ১০ লাখ ৬৮ হাজার।
৩৮ মিনিট আগেবগুড়ায় কারাবন্দী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুর (৫৬) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে