কোন মাঠে কীভাবে খেলাতে হবে প্রধানমন্ত্রীই ভালো জানেন: ডেপুটি স্পিকার টুকু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ২০: ০৯
আপডেট : ০১ জুলাই ২০২৩, ২০: ৩২

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ‘কোন মাঠে কাকে দিয়ে কীভাবে খেলাতে হবে সেটি প্রধানমন্ত্রীই ভালো জানেন। তিনিই আমাদের সর্বাধিনায়ক। তাঁর ওপরেই আস্থা রাখতে হবে। কোনো রকম আস্ফালন নয়, প্রত্যেকের আমলনামা শেখ হাসিনার হাতে। শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।’ 

আজ শনিবার দুপুরে সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শামসুল হক টুকু বলেন, ‘যে নেতা-কর্মীর আমলনামা ও কর্ম এক না থাকে না—তাঁদের একদিন জনগণের হাতে ধরা পড়তেই হবে। শেখ হাসিনার ওপরে আস্থা রাখতে না পারলে কেউ কখনই নেতা হতে পারবেন না। যারা রেখেছেন তাঁরা কখনই নিগৃহীত হননি। যেমন আমি আগে থেকে জানতাম না ডেপুটি স্পিকার হতে যাচ্ছি, জনপ্রশাসন প্রতিমন্ত্রীও জানতেন না।’ 

সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন শামসুল হক টুকু। ছবি: আজকের পত্রিকাশেখ হাসিনা যা হারিয়েছেন অন্য কেউ তা হারাননি উল্লেখ করে টুকু বলেন, ‘তাঁর আর কোনো কিছু পাওয়ার নেই। তাঁরা দুই বোন ইচ্ছে করলেই বিদেশে থেকে যেতে পারতেন। কিন্তু তাঁরা তা করেননি। বাঙালি জাতির কাছে তিনি শুধুই দিতেই এসেছেন। বঙ্গবন্ধুর লক্ষ্য আদর্শ বাস্তবায়ন আর একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই ঝুঁকি নিয়ে দেশে অবস্থান করছেন। তাই সে লক্ষ্য বাস্তবায়নে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থকাতে হবে। সামনে আরও কঠিন সময় আসছে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধশীল স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর-২ আসনে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত