Ajker Patrika

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, চালক আটক

ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, চালক আটক

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে মাহেন্দ্র চালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুনের (৩২) পরিচয় পাওয়া গেছে। এ ছাড়া আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারী ও ৪৫ বছর বয়সী এক পুরুষের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী জানায়, আজ দুপুর ২টার দিকে বালুবাহী একটি ট্রাক যাত্রীবাহী একটি মাহেন্দ্রকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টায় ডোবার ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মাহেন্দ্রটি এখনোও উদ্ধার করা যায়নি। পুলিশ ট্রাক চালক রাকিব শেখকে আটক করেছে। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, বালু ভর্তি ট্রাক এবং যাত্রীবাহী মাহেন্দ্র খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি মাহেন্দ্রকে পেছনের দিকে ধাক্কা দিলে মাহেন্দ্রসহ ট্রাকটি মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়। মাহেন্দ্রর ওপর বালু ভর্তি ট্রাক উঠে পড়ায় সেটি পানির নিচে তলিয়ে যায়। মাহেন্দ্র থেকে কেউ বের হতে পারেনি। পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। মাহেন্দ্রটি উদ্ধারের চেষ্টা চলছে। 

মো. ওবাইদুর রহমান বলেন, ট্রাক চালক রাকিব শেখকে আটক করা হয়েছে। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে। 

এদিকে দুর্ঘটনায় পর উদ্ধার কাজ চালানোর জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় ৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টায় উদ্ধার কাজ শেষ হলে মহাসড়ক খুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত