Ajker Patrika

যশোর বাসের চাকার নিচে পড়ে চালকের সহকারী নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোর বাসের চাকার নিচে পড়ে চালকের সহকারী নিহত

যশোরের চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি অন্য একটি বাসের চালকের সহকারী ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজে পাশে একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

শামীম হোসেন উপজেলার সুখপুকরিয়া ইউনিয়নের আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী অন্য একটি বাসের চালক রানা এবং একটি বাসের সুপারভাইজার লাভলু বলেন, শামীম যশোর-চৌগাছায় চলাচল করা ইউএ ট্রাভেলসের একটি বাসের চালকের সহকারী হিসেবে কাজ করত। দুপুর সাড়ে বারোটার দিকে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যশোরে যাওয়া এএ আফ্রিদি নামের একটি বাসে করে চৌগাছা ফিলিং স্টেশনে যাচ্ছিল। সেখানে পৌঁছে বাসটি থেকে নামতে গিয়ে পা-পিছলে পড়ে যায়। এ সময় বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লুৎফুন্নেছা লতা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, বাসের চালকের সহকারী নিহতের ঘটনায় বাসটিকে হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত