যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় ডিবি পুলিশের সদস্য পরিচয়ে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লক্ষাধিক টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথ। সম্পর্কে তাঁরা দুই ভাই। বরভাগ গ্রামে পাশাপাশি বাড়িতে পরিবার নিয়ে থাকেন তাঁরা।
ভুক্তভোগী পশুপতি দেবনাথের ছেলে ব্রজেশ্বর দেবনাথ বলেন, ‘শনিবার ভোর সোয়া ৪টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাঁদের ডাকাডাকি করা হয়। দরজা খুলতে রাজি না হওয়ায় তারা ভেঙে ঢুকবে বলে হুমকি দেয়। এ সময় তারা ঘরে ঢুকে বলে, তাদের কাছে তথ্য রয়েছে, চট্টগ্রামের এক আসামি এই বাড়িতে লুকিয়ে আছে। এরপর তারা (ডাকাত) প্রায় ১৫ মিনিট পুরো পুলিশের অভিনয় করে। সকলের গায়ে পুলিশের পোশাক ছিল। কয়েকজনের গায়ে ডিবি পোশাকের মতো জ্যাকেট ছিল। তবে তাতে ডিবি লেখা ছিল না। এ সময় তারা ওয়াকিটকিতে কথা বলতে থাকে।’
ব্রজেশ্বর দেবনাথ আরও বলেন, ‘ডাকাত দল একপর্যায়ে তাঁকে ও তাঁর কাকা বিশ্বনাথকে বেঁধে ফেলে ভয় দেখাতে শুরু করে। এ সময় মহিলাদের ভয় দেখাতে থাকে, আলমারি চাবি না দিলে তাদের মেরে ফেলবে। বাধ্য হয়েই তাদের হাতে চাবি দিয়ে দেওয়া হয়। এরপর তারা পশুপতি দেবনাথের ঘর থেকে এক লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। এরপর বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে পাঁচ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়।’
ব্রজেশ্বর দেবনাথ জানান, ডাকাতেরা ১০-১২ জন ছিল। ৩৫-৪০ মিনিটের মধ্যে তারা দুই পরিবারের প্রায় সাত ভরি স্বর্ণ ও ১ লাখ পাঁচ হাজার টাকা নিয়ে গেছে।
মামুদালিপুর গ্রামের সাখাওয়াত হোসেন জানান, রাত ৪টার দিকে তিনি গরুর খাবার দিতে গোয়ালে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, ৫-৬টি মোটরসাইকেলযোগে পুলিশের পোশাক পরা একটি দল বরভাগ গ্রামের দিকে যাচ্ছে। ৪০-৫০ মিনিট পর একই দল আবার নোয়াপাড়ার দিকে ফিরে য়ায়।
জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম আজকের পত্রিকাকে জানান, ‘পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেউ আটক হয়নি।’
যশোরের বাঘারপাড়ায় ডিবি পুলিশের সদস্য পরিচয়ে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লক্ষাধিক টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথ। সম্পর্কে তাঁরা দুই ভাই। বরভাগ গ্রামে পাশাপাশি বাড়িতে পরিবার নিয়ে থাকেন তাঁরা।
ভুক্তভোগী পশুপতি দেবনাথের ছেলে ব্রজেশ্বর দেবনাথ বলেন, ‘শনিবার ভোর সোয়া ৪টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাঁদের ডাকাডাকি করা হয়। দরজা খুলতে রাজি না হওয়ায় তারা ভেঙে ঢুকবে বলে হুমকি দেয়। এ সময় তারা ঘরে ঢুকে বলে, তাদের কাছে তথ্য রয়েছে, চট্টগ্রামের এক আসামি এই বাড়িতে লুকিয়ে আছে। এরপর তারা (ডাকাত) প্রায় ১৫ মিনিট পুরো পুলিশের অভিনয় করে। সকলের গায়ে পুলিশের পোশাক ছিল। কয়েকজনের গায়ে ডিবি পোশাকের মতো জ্যাকেট ছিল। তবে তাতে ডিবি লেখা ছিল না। এ সময় তারা ওয়াকিটকিতে কথা বলতে থাকে।’
ব্রজেশ্বর দেবনাথ আরও বলেন, ‘ডাকাত দল একপর্যায়ে তাঁকে ও তাঁর কাকা বিশ্বনাথকে বেঁধে ফেলে ভয় দেখাতে শুরু করে। এ সময় মহিলাদের ভয় দেখাতে থাকে, আলমারি চাবি না দিলে তাদের মেরে ফেলবে। বাধ্য হয়েই তাদের হাতে চাবি দিয়ে দেওয়া হয়। এরপর তারা পশুপতি দেবনাথের ঘর থেকে এক লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। এরপর বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে পাঁচ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়।’
ব্রজেশ্বর দেবনাথ জানান, ডাকাতেরা ১০-১২ জন ছিল। ৩৫-৪০ মিনিটের মধ্যে তারা দুই পরিবারের প্রায় সাত ভরি স্বর্ণ ও ১ লাখ পাঁচ হাজার টাকা নিয়ে গেছে।
মামুদালিপুর গ্রামের সাখাওয়াত হোসেন জানান, রাত ৪টার দিকে তিনি গরুর খাবার দিতে গোয়ালে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, ৫-৬টি মোটরসাইকেলযোগে পুলিশের পোশাক পরা একটি দল বরভাগ গ্রামের দিকে যাচ্ছে। ৪০-৫০ মিনিট পর একই দল আবার নোয়াপাড়ার দিকে ফিরে য়ায়।
জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম আজকের পত্রিকাকে জানান, ‘পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেউ আটক হয়নি।’
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মালিকানায় থাকা এক প্লটের ২৮ একর জমি মিলেমিশে দখলে রেখেছে ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এদিকে বিমানবন্দরের মালিকানাধীন তিনটি ক্যানটিনের ভাড়া পরিশোধ না করে ১৭-১৮ বছর দখলে রেখেছে একটি মহল। তা ছাড়া বিজয়নগর আবাসিক এলাকায় বিমানবন্দরেরই সরকারি জায়গা দখল
১৪ মিনিট আগেময়মনসিংহ নগরীর ভেতর দিয়ে প্রবাহিত বিভিন্ন খালের মোট দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার। বর্ষা মৌসুমে এসব খাল হয়েই নগরীর পানিনিষ্কাশন হয় পাশের নদীতে। খালগুলো খননে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ও হয় ময়মনসিংহ সিটি করপোরেশনের। কিন্তু এ খননেও কাজ হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই নগরীর অধিকাংশ এলাকায় হাঁটুপানি জমে
১ ঘণ্টা আগেহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। ড্রেজার মেশিন ব্যবহার করে প্রকাশ্যে তোলা হচ্ছে বালু। এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে চা-বাগান, পাহাড়ি ছড়া, সংরক্ষিত বন ও ফসলি জমি, তেমনি ক্ষতি হচ্ছে রাস্তাঘাটেরও। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন মাঝেমধ্যে বালু উত্তোলন বন্ধে
১ ঘণ্টা আগেমাদারীপুরের কালকিনির ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ নামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক কলাগাছ রোপণের অভিযোগ উঠেছে। ঈদুল ফিতরের ছুটির মধ্যে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এই গাছগুলো লাগানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালকিনি থানায় অভিযোগ দিয়েছেন।
২ ঘণ্টা আগে