গত এক মাসে কলারোয়া সাব-রেজিস্ট্রার অফিসে কোটি টাকা রাজস্ব আদায়  

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২: ৪২
Thumbnail image

সাতক্ষীরার কলারোয়া সাব-রেজিস্ট্রার অফিসে জমির দলিল রেজিস্ট্রেশন স্টাম্প কর, লোকাল পৌর কর ও স্থানীয় সরকার কর থেকে গত এক মাসে ১ কোটি ১৫ লাখ ৩৮ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান। 

মো. মঞ্জুরুল হাসান বলেন, গত বছরের ডিসেম্বর মাসে কলারোয়া সাব-রেজিস্ট্রার অফিস থেকে সরকার রাজস্ব পেয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা ৫০ পয়সা। উপজেলার পৌর কর, লোকাল কর, জমি রেজিস্ট্রেশন স্ট্যাম্প করসহ অফিসের আনুষঙ্গিক অর্থ আসে এমন সব স্থান থেকে এই রাজস্ব উত্তোলন করা হয়েছে। গত ডিসেম্বর মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মোট ৮৬৮টি দলিল রেজিস্ট্রি করা হয়। কলারোয়া উপজেলায় জমির মূল্য কম। এ জন্য রাজস্ব অনেকাংশে কম হয়। তবে ছোট উপজেলা হলেও কলারোয়া সাব-রেজিস্ট্রি অফিস জনগুরুত্বপূর্ণ। 

সরকারি রাজস্ব আহরণের মধ্যে উল্লেখযোগ্য জমির দলিল রেজিস্ট্রেশন থেকে ২০ লাখ ২৪ হাজার ৪৩৮ টাকা এবং স্থানীয় সরকার কর থেকে ৪৭ লাখ ৮৮ হাজার ৮৮০ টাকা ৫ পয়সা আয় হয়েছে। 

সাব রেজিস্ট্রার কর্মকর্তা আরও বলেন, কোনো দালালের দৌরাত্ম্যে না পড়ে সরাসরি ব্যাংকের মাধ্যমে সরকারনির্ধারিত জমির ভ্যাট-ট্যাক্স ও কর পরিশোধ করলে নিজের অর্থের অপচয় যেমন কম হবে, তেমনি দেশের উন্নয়নের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। সাব রেজিস্ট্রার অফিস থেকে রাজস্ব আহরণ করা অর্থ জেলা কোষাগারে নথিবদ্ধ করে জমা দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত