কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া পৌরসভার হাউজিং এলাকায় শেফালি বিশ্বাস (৫৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ও সিআইডি পুলিশের কর্মকর্তারা মৃত্যুর রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছেন।
জানা গেছে, শেফালি বিশ্বাস অবসরপ্রাপ্ত পিডিবির প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী।
শেফালির স্বামী আনন্দ কুমার বিশ্বাস জানান, তারা হাউজিং ডি ব্লকের ২৭৫ নং বাড়ির দ্বিতীয় তলায় থাকে। তার স্ত্রী শেফালী সেখানেই ছিল। চারতলায় নির্মাণকাজ চলছে। সে জন্য তিনি মিস্ত্রিদের সঙ্গে সেখানেই ছিলেন। সন্ধ্যার দিকে বাসায় নেমে তিনি দেখেন শেফালি পড়ে আছে। তার শাড়ি ও শরীর পোড়া এবং শরীরে আঘাতের চিহ্ন। ঘরে রক্ত ও ছাই পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘আমার মনে হয় ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। নিহতের গলায় ও চোখের ওপরে জখম আছে।’
এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের ভাই দীপক বিশ্বাস বলেন, ‘আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোনো রহস্য আছে। তা বের করার জন্য পুলিশকে অনুরোধ করছি।’
সিআইডির পরিদর্শক স্বপন কুমার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, ‘পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়া পৌরসভার হাউজিং এলাকায় শেফালি বিশ্বাস (৫৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ও সিআইডি পুলিশের কর্মকর্তারা মৃত্যুর রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছেন।
জানা গেছে, শেফালি বিশ্বাস অবসরপ্রাপ্ত পিডিবির প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী।
শেফালির স্বামী আনন্দ কুমার বিশ্বাস জানান, তারা হাউজিং ডি ব্লকের ২৭৫ নং বাড়ির দ্বিতীয় তলায় থাকে। তার স্ত্রী শেফালী সেখানেই ছিল। চারতলায় নির্মাণকাজ চলছে। সে জন্য তিনি মিস্ত্রিদের সঙ্গে সেখানেই ছিলেন। সন্ধ্যার দিকে বাসায় নেমে তিনি দেখেন শেফালি পড়ে আছে। তার শাড়ি ও শরীর পোড়া এবং শরীরে আঘাতের চিহ্ন। ঘরে রক্ত ও ছাই পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘আমার মনে হয় ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। নিহতের গলায় ও চোখের ওপরে জখম আছে।’
এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের ভাই দীপক বিশ্বাস বলেন, ‘আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোনো রহস্য আছে। তা বের করার জন্য পুলিশকে অনুরোধ করছি।’
সিআইডির পরিদর্শক স্বপন কুমার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, ‘পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩৬ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে