Ajker Patrika

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধূর মৃত্যু

  খুলনা প্রতিনিধি 
ফাইল ছবি
ফাইল ছবি

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিলুফা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাস রঞ্জন হালদার আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিলুফা নামে এক গৃহবধূ মারা যান। তিনি সাতক্ষীরা সদরের সোহাগের স্ত্রী।

এর আগে গত ২৩ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে।

ডাক্তার সুহাস রঞ্জন হালদার আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৫৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত