কুষ্টিয়া প্রতিনিধি
হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুষ্টিয়ার হাইওয়েতে চলাচল করছে নিষিদ্ধ যানবাহন। হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় কুষ্টিয়ায় সর্বাত্মক পরিবহন চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।
গতকাল মঙ্গলবার দুপুরে পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা বাস মিনিবাস ও কোচ এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সমন্বয়ে কুষ্টিয়ায় সকল বৈধ যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, জেলার সর্বত্র সড়কের বেহাল দশা ও অবৈধ যানবাহন চলাচলে বৈধ যানবাহন মালিক এবং শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে গত ১৫ ডিসেম্বর মালিক ও শ্রমিক গ্রুপের সমন্বয় সভায় ১০ দিনের আলটিমেটাম দেওয়া হয়। উক্ত সভায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ যানবাহন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ না করলে ১ জানুয়ারি থেকে কুষ্টিয়াতে সকল ধরনের যানবাহন মালিক ও শ্রমিক বন্ধ রাখার আল্টিমেটাম দেওয়া হয়। এরই মধ্যে সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে উক্ত সিদ্ধান্তের বিষয় অবগত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়।
এ ব্যাপারে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আসগর আলী বলেন, ‘আমরা সরকারের যাবতীয় বিধি-বিধান মেনে সরকারকে রাজস্ব দিয়ে মহাসড়কে যানবাহন চালু রেখেছি। কিন্তু অবৈধ যানবাহন যারা লাইসেন্স বিহীন, সরকারকে কোনো রাজস্ব দিচ্ছে না তারা মহাসড়ক গুলোতে অরাজকতা পরিবেশে সৃষ্টি করছে। এর ফলে আমরা বৈধ পরিবহন মালিক এবং শ্রমিকেরা ক্ষতির মধ্যে পড়ছি। এমনি বাজারেও বৈধ পরিবহন ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মধ্যে রয়েছে অথচ অবৈধ যানবাহন মহাসড়ক দখল করে নিয়েছে। মহামান্য হাইকোর্ট এই অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের নির্দেশ দিলেও সরকারের সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছেন না বিধায় আমরা আগামী ১ জানুয়ারি থেকে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পরিবহন বন্ধ রাখব।
কুষ্টিয়ার মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম বাবলু বলেন, ‘আমরা পরিবহন খাত থেকে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব সরকার দিয়েই ব্যবসা করি। অথচ অবৈধ যানবাহন গুলো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এদের কারণেই মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে প্রতি নিয়ত।’ এ সময় তিনি হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুষ্টিয়ার হাইওয়েতে চলাচল করছে নিষিদ্ধ যানবাহন। হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় কুষ্টিয়ায় সর্বাত্মক পরিবহন চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।
গতকাল মঙ্গলবার দুপুরে পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা বাস মিনিবাস ও কোচ এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সমন্বয়ে কুষ্টিয়ায় সকল বৈধ যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, জেলার সর্বত্র সড়কের বেহাল দশা ও অবৈধ যানবাহন চলাচলে বৈধ যানবাহন মালিক এবং শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে গত ১৫ ডিসেম্বর মালিক ও শ্রমিক গ্রুপের সমন্বয় সভায় ১০ দিনের আলটিমেটাম দেওয়া হয়। উক্ত সভায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ যানবাহন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ না করলে ১ জানুয়ারি থেকে কুষ্টিয়াতে সকল ধরনের যানবাহন মালিক ও শ্রমিক বন্ধ রাখার আল্টিমেটাম দেওয়া হয়। এরই মধ্যে সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে উক্ত সিদ্ধান্তের বিষয় অবগত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়।
এ ব্যাপারে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আসগর আলী বলেন, ‘আমরা সরকারের যাবতীয় বিধি-বিধান মেনে সরকারকে রাজস্ব দিয়ে মহাসড়কে যানবাহন চালু রেখেছি। কিন্তু অবৈধ যানবাহন যারা লাইসেন্স বিহীন, সরকারকে কোনো রাজস্ব দিচ্ছে না তারা মহাসড়ক গুলোতে অরাজকতা পরিবেশে সৃষ্টি করছে। এর ফলে আমরা বৈধ পরিবহন মালিক এবং শ্রমিকেরা ক্ষতির মধ্যে পড়ছি। এমনি বাজারেও বৈধ পরিবহন ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মধ্যে রয়েছে অথচ অবৈধ যানবাহন মহাসড়ক দখল করে নিয়েছে। মহামান্য হাইকোর্ট এই অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের নির্দেশ দিলেও সরকারের সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছেন না বিধায় আমরা আগামী ১ জানুয়ারি থেকে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পরিবহন বন্ধ রাখব।
কুষ্টিয়ার মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম বাবলু বলেন, ‘আমরা পরিবহন খাত থেকে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব সরকার দিয়েই ব্যবসা করি। অথচ অবৈধ যানবাহন গুলো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এদের কারণেই মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে প্রতি নিয়ত।’ এ সময় তিনি হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৬ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১৫ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩৬ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে