বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বিয়ের বাড়িতে নাচ শেষে ফেরার পথে এক নারীতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার ঘাটবিলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনবির সকালে এ ঘটনায় থানায় মামলা হয়। বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসরাম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরমান শেখ (১৯), রাজীব শেখ (১৯), সোহাগ (১৮), নাসিম মোল্লা (১৯) ও করিম (২২)। তাঁদের বাড়ি মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে।
অভিযোগকারী নৃত্যশিল্পীর বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি স্বামী, সন্তানসহ ফকিরহাট উপজেলা সদরে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে এক বাড়িতে বিয়ে উপলক্ষে নাচতে আসেন ওই নারী। নাচ শেষে রাত সাড়ে ১১টার দিকে ওই নারী ও তাঁর স্বামীকে ভিন্ন ভিন্ন মোটরসাইকেলে করে ফকিরহাটের উদ্দেশে রওনা হন কয়েকজন যুবক। যুবকেরা ওই নারীকে এক সড়কে এবং তাঁর স্বামীকে ভুল বুঝিয়ে অন্য সড়কে নিয়ে যান। একপর্যায়ে একটি পরিত্যাক্ত টিনশেডে নিয়ে আটজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন।
স্থানীয়রা টের পেয়ে অভিযুক্ত চারজনকে আটক করে টহলরত হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে মোল্লাহাট থানা-পুলিশ অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে আটক করে।
এ ঘটনায় আজ সকালে ওই নারী বাদী হয়ে আটজনকে আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাগেরহাটের মোল্লাহাটে বিয়ের বাড়িতে নাচ শেষে ফেরার পথে এক নারীতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার ঘাটবিলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনবির সকালে এ ঘটনায় থানায় মামলা হয়। বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসরাম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরমান শেখ (১৯), রাজীব শেখ (১৯), সোহাগ (১৮), নাসিম মোল্লা (১৯) ও করিম (২২)। তাঁদের বাড়ি মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে।
অভিযোগকারী নৃত্যশিল্পীর বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি স্বামী, সন্তানসহ ফকিরহাট উপজেলা সদরে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে এক বাড়িতে বিয়ে উপলক্ষে নাচতে আসেন ওই নারী। নাচ শেষে রাত সাড়ে ১১টার দিকে ওই নারী ও তাঁর স্বামীকে ভিন্ন ভিন্ন মোটরসাইকেলে করে ফকিরহাটের উদ্দেশে রওনা হন কয়েকজন যুবক। যুবকেরা ওই নারীকে এক সড়কে এবং তাঁর স্বামীকে ভুল বুঝিয়ে অন্য সড়কে নিয়ে যান। একপর্যায়ে একটি পরিত্যাক্ত টিনশেডে নিয়ে আটজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন।
স্থানীয়রা টের পেয়ে অভিযুক্ত চারজনকে আটক করে টহলরত হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে মোল্লাহাট থানা-পুলিশ অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে আটক করে।
এ ঘটনায় আজ সকালে ওই নারী বাদী হয়ে আটজনকে আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৫ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
২ ঘণ্টা আগে