মদ খেয়ে মন্দিরে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে অসদাচরণ, ১ ব্যক্তির কারাদণ্ড

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
Thumbnail image

চুয়াডাঙ্গার জীবননগরে শিব মন্দিরে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এ সময় দুজনকে ছেড়ে দেওয়া হয়। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিক উপজেলার পাথিলা শিব মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল। 

মনির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আর হাফিজুর রহমান (৪৬) ও মন্জুর (৪৮) নামের দুজনকে ছেড়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মনির হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, হাফিজুর রহমান, মনির হোসেন ও মন্জুর মদ্যপান অবস্থায় একটি ইজিবাইকে পাথিলা নারকেল বাগানের কাছে শিব মন্দিরের সামনের রাস্তায় মাতলামি করছিলেন। তখন মন্দিরে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্য তাঁদের নিষেধ করলে তাঁরা অসদাচরণ করেন। পরে বিষয়টি তাঁরা থানা ও দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের জানালে তাৎক্ষণিকভাবে থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ইউএনও নারায়ন চন্দ্র পালসহ ঘটনাস্থলে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনের মধ্য মনির হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। আর হাফিজুর ও মঞ্জুরকে ছেড়ে দেওয়া হয়। 

ইউএনও নারায়ন চন্দ্র পাল বলেন, মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর অপর দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত