পশুর নদীতে ৮০০ টন কয়লাবোঝাই লাইটার জাহাজ ডুবি

বাগেরহাট প্রতিনিধি
Thumbnail image

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ শুক্রবার দুপুরে পশুর নদীর কানাইনগর সংলগ্ন এলাকায় ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ নামের লাইটার জাহাজটির তলা ফেটে ডুবে যায়। 

এর আগে, আজ সকাল পৌনে ৯টার দিকে চরে ধাক্কা লেগে তলা ফেটে কানাইনগর এলাকায় আটকে যায় জাহাজটি। তবে লাইটারে থাকা ১২ জন কর্মচারী তাৎক্ষণিকভাবে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হয়েছেন।

হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়া উদ্দেশে যাচ্ছিল লাইটারটি। জাহাজটি ডুবে গেলেও চ্যানেলে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

ডুবে যাওয়া লাইটার জাহাজের সামনের অংশ। ছবি: সংগৃহীতবাংলাদেশ লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের সহ–সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, ডুবে যাওয়া জাহাজটি কয়লাবোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিল। পশুর নদীর কানাইনগর এলাকায় পৌঁছালে চরে ধাক্কা লেগে লাইটারটির তলা ফেটে যায়। 

পরে দুপুরের দিকে জোয়ার আসলে লাইটারটি ডুবে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে মালিক পক্ষ লাইটারটিকে উদ্ধার করবেন বলে জানান এই শ্রমিক নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত