যশোর প্রতিনিধি
রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার অঙ্গীকার করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
ড. মো. আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে বলা আছে, যবিপ্রবি রাজনৈতিক মুক্ত বিশ্ববিদ্যালয়। ফলে অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাসে রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা হবে।
যবিপ্রবির আগামী দিনের সম্ভাবনার কথা তুলে ধরে অধ্যাপক আব্দুল মজিদ বলেন, ‘বৃহত্তর যশোর হচ্ছে কৃষি ও মৎস্যপ্রধান অঞ্চল। মৎস্য খাতের উন্নয়নে ইতিমধ্যে যবিপ্রবিতে একটি আধুনিক হ্যাচারি রয়েছে, যেখান থেকে মাছের পোনা উৎপাদন করা হয়। যার মাধ্যমে এ অঞ্চলের মৎস্য চাষিরা উপকৃত হচ্ছে। তবে কৃষি খাতের উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রো টেকনোলজি, অ্যাগ্রো বায়ো-টেকনোলজি, ন্যানো-টেকনোলজি বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে। যা যশোরের কৃষি উন্নয়নে অভূতপূর্ব ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। যুগের চাহিদা অনুযায়ী অদূর ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্সসহ আধুনিক বিভিন্ন বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে।’
যবিপ্রবি উপাচার্য আরও বলেন, ‘যবিপ্রবির আয়তন মাত্র ৩৫ একর। বিশ্ববিদ্যালয়ের কর্মপরিধি ও কলেবর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এত স্বল্প জায়গায় শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়া দুরূহ হয়ে পড়েছে। নতুন দুটি আবাসিক হল চালু হয়েছে। খুব অল্প সময়েই এ বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হতে যাচ্ছে। ফলে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ ইতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের আরও জায়গা প্রয়োজন। হবে। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রকল্পের আওতায় যবিপ্রবিতে একটি ১০ তলা ভবন এই ক্যাম্পাসে নির্মিত হবে।’
অধ্যাপক আব্দুল মজিদ বলেন, ‘আধুনিক নতুন নতুন বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কোনো একাডেমিক ভবন, শিক্ষার্থীদের জন্য আবাসিক হল, খেলার মাঠের জন্য পর্যাপ্ত জায়গা নেই। ফলে ক্যাম্পাসের আয়তন সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ জন্য আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিন অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. শিরিন নিগার, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মো. মনিবুর রহমান, ড. মো. কোরবান আলী, ড. মোহাম্মদ কামাল হোসেন, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক প্রমুখ।
রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার অঙ্গীকার করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
ড. মো. আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে বলা আছে, যবিপ্রবি রাজনৈতিক মুক্ত বিশ্ববিদ্যালয়। ফলে অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাসে রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা হবে।
যবিপ্রবির আগামী দিনের সম্ভাবনার কথা তুলে ধরে অধ্যাপক আব্দুল মজিদ বলেন, ‘বৃহত্তর যশোর হচ্ছে কৃষি ও মৎস্যপ্রধান অঞ্চল। মৎস্য খাতের উন্নয়নে ইতিমধ্যে যবিপ্রবিতে একটি আধুনিক হ্যাচারি রয়েছে, যেখান থেকে মাছের পোনা উৎপাদন করা হয়। যার মাধ্যমে এ অঞ্চলের মৎস্য চাষিরা উপকৃত হচ্ছে। তবে কৃষি খাতের উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রো টেকনোলজি, অ্যাগ্রো বায়ো-টেকনোলজি, ন্যানো-টেকনোলজি বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে। যা যশোরের কৃষি উন্নয়নে অভূতপূর্ব ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। যুগের চাহিদা অনুযায়ী অদূর ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্সসহ আধুনিক বিভিন্ন বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে।’
যবিপ্রবি উপাচার্য আরও বলেন, ‘যবিপ্রবির আয়তন মাত্র ৩৫ একর। বিশ্ববিদ্যালয়ের কর্মপরিধি ও কলেবর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এত স্বল্প জায়গায় শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়া দুরূহ হয়ে পড়েছে। নতুন দুটি আবাসিক হল চালু হয়েছে। খুব অল্প সময়েই এ বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হতে যাচ্ছে। ফলে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ ইতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের আরও জায়গা প্রয়োজন। হবে। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রকল্পের আওতায় যবিপ্রবিতে একটি ১০ তলা ভবন এই ক্যাম্পাসে নির্মিত হবে।’
অধ্যাপক আব্দুল মজিদ বলেন, ‘আধুনিক নতুন নতুন বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কোনো একাডেমিক ভবন, শিক্ষার্থীদের জন্য আবাসিক হল, খেলার মাঠের জন্য পর্যাপ্ত জায়গা নেই। ফলে ক্যাম্পাসের আয়তন সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ জন্য আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিন অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. শিরিন নিগার, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মো. মনিবুর রহমান, ড. মো. কোরবান আলী, ড. মোহাম্মদ কামাল হোসেন, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক প্রমুখ।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সমাবর্তন আয়োজন কেন্দ্রীয় কমিটি ও উপ-কমিটির সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৪২ মিনিট আগেচট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা লিংক রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির মাথায় জখমের চিহ্ন রয়েছে।
১ ঘণ্টা আগেপ্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় কর্মরত সাংবাদিক-কর্মচারী ও দৈনিক জনকণ্ঠ থেকে ইতিপূর্বে চাকরিচ্যুতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন-ভাতা পরিশোধে কর্তৃপক্ষের টালবাহানা, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খানকে হত্যার হুমকি এবং পত্রিকাটির সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা
১ ঘণ্টা আগেফেনীর সোনাগাজী উপজেলায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতাকে আটক করেছে মডেল থানা-পুলিশ। অভিযুক্ত পিতা উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগীর নানা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে আটক
১ ঘণ্টা আগে