শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পরিত্যক্ত বস্তায় প্রায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাবুরার ৯ নম্বর সোরা গ্রামের ক্লোজারসংলগ্ন এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর থেকে মাংসগুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন ও কলাগাছিয়া টহল ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে মাংস জব্দ করে। অভিযানে শিকারি চক্রের সদস্যরা পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্ত করার দাবি করেছে বন বিভাগ। এ ঘটনায় কলাগাছিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকারি চক্রের সাত সদস্যের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার হাবিবুল ইসলাম ও কলাগাছিয়া টহল ফাঁড়ির ওসি শাহাজাল জামিলের নেতৃত্বে বনকর্মীরা অভিযান শুরু করেন। রাত সাড়ে ৯টার দিকে সুন্দরবন তীরবর্তী খোলপেটুয়া নদীসংলগ্ন বাঁধ থেকে তিনটি পরিত্যক্ত বস্তা উদ্ধারের পর সেখানে থাকা প্রায় ৬০ কেজি মাংস জব্দ করা হয়। পরে কেরোসিন মিশিয়ে মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জয়নাল মিয়াসহ আরও কয়েকজন জানান, মাছ ও কাঁকড়া শিকারের অনুমতি নিয়ে এসব অপরাধী সুন্দরবনে প্রবেশ করছে। সুযোগমতো হরিণ শিকার করে সেখানে জবাইয়ের পর রাতে এলাকায় ফিরে সেই মাংস ৬০০ থেকে ৮০০ টাকা প্রতি কেজির দরে বিভিন্ন স্থানে বিক্রি করছে। হরিণ শিকারের অভিযোগ থাকা ব্যক্তিদের সুন্দরবনে প্রবেশে অনুমতি দেওয়া বন্ধসহ বন বিভাগের তত্ত্বাবধানে তাদের তালিকা প্রণয়ন ছাড়া হরিণ শিকার বন্ধ করা যাবে না বলেও এসব গ্রামবাসী দাবি করেন।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে পরিত্যক্ত বস্তায় প্রায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাবুরার ৯ নম্বর সোরা গ্রামের ক্লোজারসংলগ্ন এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর থেকে মাংসগুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন ও কলাগাছিয়া টহল ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে মাংস জব্দ করে। অভিযানে শিকারি চক্রের সদস্যরা পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্ত করার দাবি করেছে বন বিভাগ। এ ঘটনায় কলাগাছিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকারি চক্রের সাত সদস্যের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার হাবিবুল ইসলাম ও কলাগাছিয়া টহল ফাঁড়ির ওসি শাহাজাল জামিলের নেতৃত্বে বনকর্মীরা অভিযান শুরু করেন। রাত সাড়ে ৯টার দিকে সুন্দরবন তীরবর্তী খোলপেটুয়া নদীসংলগ্ন বাঁধ থেকে তিনটি পরিত্যক্ত বস্তা উদ্ধারের পর সেখানে থাকা প্রায় ৬০ কেজি মাংস জব্দ করা হয়। পরে কেরোসিন মিশিয়ে মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জয়নাল মিয়াসহ আরও কয়েকজন জানান, মাছ ও কাঁকড়া শিকারের অনুমতি নিয়ে এসব অপরাধী সুন্দরবনে প্রবেশ করছে। সুযোগমতো হরিণ শিকার করে সেখানে জবাইয়ের পর রাতে এলাকায় ফিরে সেই মাংস ৬০০ থেকে ৮০০ টাকা প্রতি কেজির দরে বিভিন্ন স্থানে বিক্রি করছে। হরিণ শিকারের অভিযোগ থাকা ব্যক্তিদের সুন্দরবনে প্রবেশে অনুমতি দেওয়া বন্ধসহ বন বিভাগের তত্ত্বাবধানে তাদের তালিকা প্রণয়ন ছাড়া হরিণ শিকার বন্ধ করা যাবে না বলেও এসব গ্রামবাসী দাবি করেন।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
বগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যান চালক সুমন রবিদাসকে টাকা দেননি।
৫ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১১ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
২৮ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৩৩ মিনিট আগে