প্রতিনিধি
ঝিনাইদহ (শৈলকুপা): ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার ১৭ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অধিকাংশ বাস যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে একটি অপরটির ভেতরে ঢুকে যায়।
খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। এ ছাড়া উদ্ধার অভিযানে অংশ নেয় শৈলকুপা থানা-পুলিশের সদস্য ও স্থানীয় জনতা। এ সময় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে জনতা।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আক্কাস আলী জানান, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার মনোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় ভেতরে আটকা পড়ে। মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে।
মহাসড়কে মুখোমুখি এমন দুর্ঘটনায় খুলনার সঙ্গে কুষ্টিয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। ২ ঘণ্টারও বেশি সময় পরে সাড়ে ৬টার দিকে খুলনার সঙ্গে কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে তিনি আরও জানান।
ঝিনাইদহ (শৈলকুপা): ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার ১৭ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অধিকাংশ বাস যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে একটি অপরটির ভেতরে ঢুকে যায়।
খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। এ ছাড়া উদ্ধার অভিযানে অংশ নেয় শৈলকুপা থানা-পুলিশের সদস্য ও স্থানীয় জনতা। এ সময় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে জনতা।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আক্কাস আলী জানান, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার মনোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় ভেতরে আটকা পড়ে। মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে।
মহাসড়কে মুখোমুখি এমন দুর্ঘটনায় খুলনার সঙ্গে কুষ্টিয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। ২ ঘণ্টারও বেশি সময় পরে সাড়ে ৬টার দিকে খুলনার সঙ্গে কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে তিনি আরও জানান।
জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২২ মিনিট আগেআমি ২৫-৩০ বছর ধরে ঢাকা যাই না। ঢাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাড়ির পাশের জমিতে আমি কৃষিকাজ করি। গ্রামের পাশে বাজারে আমার দুই ছেলে ব্যবসা করে। তাদের জন্য প্রতিদিন বাজারে খাবার নিয়ে যাই। আমি নাকি কার পায়ের মধ্যে গুলি মারছি! ঢাকার এক মামলায় তারা আমার এবং দুই ছেলের নাম দিয়েছে।
৩০ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় তাঁর কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ শেষে বেলা সোয়া ১টায় উপাচার্যর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
৩৩ মিনিট আগেবরগুনায় মিথ্যা মামলা করায় বাদীকে হাজতবাস এবং দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে