ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে খাঁচাবন্দী বন্য প্রাণী শালিক ও ঘুঘু প্রদর্শন করা হয়েছে। গতকাল শনিবার ঝিকরগাছা প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, ৯ নম্বর স্টলে বিভিন্ন পাখি প্রদর্শনীর জন্য বসেছেন নাভারণ ইউনিয়নের লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) শাহীন আলী। স্টলে ময়না, কোয়েলের পাশাপাশি রাখা হয়েছে খাঁচায় বন্দী ঘুঘু ও শালিক।
শাহীন বলেন, ‘অফিস থেকে পাখি প্রদর্শন করতে নির্দেশ দিয়েছিল। তাই সাধ্যমতো প্রদর্শন করেছি।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, ‘মেলায় বন্য প্রাণী প্রদর্শন করার কোনো সুযোগ নেই। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল।’
এদিকে দিনব্যাপী প্রদর্শনীর কথা থাকলেও বেলা তিনটার দিকে গেলে মাঠ প্রস্তুত শেষ হতে দেখা গেছে। এতে দর্শকদের উপস্থিতিও তেমন চোখে পড়েনি। ২৩টি স্টলের মধ্যে ফাঁকা ছিল ২০, ১৭ ও ২২ নম্বর স্টল।
ঝিকরগাছা দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘প্রদর্শনী অনুষ্ঠিত হলেও আমাদের জানানো হয়নি। প্রতি বছর এই অনুষ্ঠান হয়। কোনো বছরই আমাদের জানানো হয়নি।’
ঝিকরগাছা প্রাণিসম্পদ কর্মকর্তা জি এম আব্দুল কুদ্দুস বলেন, ‘তাদের (লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার) নামে কোনো স্টল বরাদ্দ নেই। তাঁরা নিজের মতো করে পাখি প্রদর্শন করছেন।’
সারা দেশের মতো গতকাল ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এই প্রদর্শনীর আয়োজন করে।
যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে খাঁচাবন্দী বন্য প্রাণী শালিক ও ঘুঘু প্রদর্শন করা হয়েছে। গতকাল শনিবার ঝিকরগাছা প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, ৯ নম্বর স্টলে বিভিন্ন পাখি প্রদর্শনীর জন্য বসেছেন নাভারণ ইউনিয়নের লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) শাহীন আলী। স্টলে ময়না, কোয়েলের পাশাপাশি রাখা হয়েছে খাঁচায় বন্দী ঘুঘু ও শালিক।
শাহীন বলেন, ‘অফিস থেকে পাখি প্রদর্শন করতে নির্দেশ দিয়েছিল। তাই সাধ্যমতো প্রদর্শন করেছি।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, ‘মেলায় বন্য প্রাণী প্রদর্শন করার কোনো সুযোগ নেই। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল।’
এদিকে দিনব্যাপী প্রদর্শনীর কথা থাকলেও বেলা তিনটার দিকে গেলে মাঠ প্রস্তুত শেষ হতে দেখা গেছে। এতে দর্শকদের উপস্থিতিও তেমন চোখে পড়েনি। ২৩টি স্টলের মধ্যে ফাঁকা ছিল ২০, ১৭ ও ২২ নম্বর স্টল।
ঝিকরগাছা দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘প্রদর্শনী অনুষ্ঠিত হলেও আমাদের জানানো হয়নি। প্রতি বছর এই অনুষ্ঠান হয়। কোনো বছরই আমাদের জানানো হয়নি।’
ঝিকরগাছা প্রাণিসম্পদ কর্মকর্তা জি এম আব্দুল কুদ্দুস বলেন, ‘তাদের (লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার) নামে কোনো স্টল বরাদ্দ নেই। তাঁরা নিজের মতো করে পাখি প্রদর্শন করছেন।’
সারা দেশের মতো গতকাল ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এই প্রদর্শনীর আয়োজন করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৯ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৩৪ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৪২ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৪৪ মিনিট আগে