দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দুই ইউনিয়নে দুটি পরিবারে ছোটদের ঝামেলাকে কেন্দ্র করে বড়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পৃথক দুই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
গত বুধবার (১৫ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজল হোসেনের পরিবারের ছোটদের সঙ্গে মাবুদ মণ্ডলের পরিবারের ছোটদের মারামারি হয়। দুই পরিবারের বড়রা বিষয়টি সমাধান করতে গিয়ে একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়ে। এ সময় মাবুদ মণ্ডলের পরিবারের লোকজন কাজল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
আহতাবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত কাজল হোসেন উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়নটির দৌলতখালী গ্রামের সুন্নত মণ্ডলের ছেলে।
এ ঘটনায় কাজলের ভাতিজা শামিম ৫ জনের নাম উল্লেখসহ আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনার দিন রাতেই মাবুদ মণ্ডলের স্ত্রী রাশেদা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়া এলাকায় দুই চাচাতো ভাইয়ের সমবয়সী (৮ বছর) দুই ছেলে খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারি ঘটনায় দুই ছেলের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাহাবুল ও তার স্ত্রী কন্যা বটি দিয়ে কুপিয়ে সাইফুলক ইসলামকে আহত করেন। পরে সাইফুলকে হাসপাতালে নেওয়া পথে তাঁর মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলাম (৩৫) দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে চাচাতো ভাই মহাবুল ও মহাবুলের স্ত্রী কন্যা খাতুনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন উপজেলার দুই ইউনিয়নের দুটি হত্যার ঘটনা ছোটদের বিবাদে জেরে বড়রা জড়িয়ে হয়েছে। দুই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের ধরতে অভিযান চলছে।
কুষ্টিয়ার দৌলতপুরে গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দুই ইউনিয়নে দুটি পরিবারে ছোটদের ঝামেলাকে কেন্দ্র করে বড়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পৃথক দুই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
গত বুধবার (১৫ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজল হোসেনের পরিবারের ছোটদের সঙ্গে মাবুদ মণ্ডলের পরিবারের ছোটদের মারামারি হয়। দুই পরিবারের বড়রা বিষয়টি সমাধান করতে গিয়ে একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়ে। এ সময় মাবুদ মণ্ডলের পরিবারের লোকজন কাজল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
আহতাবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত কাজল হোসেন উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়নটির দৌলতখালী গ্রামের সুন্নত মণ্ডলের ছেলে।
এ ঘটনায় কাজলের ভাতিজা শামিম ৫ জনের নাম উল্লেখসহ আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনার দিন রাতেই মাবুদ মণ্ডলের স্ত্রী রাশেদা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়া এলাকায় দুই চাচাতো ভাইয়ের সমবয়সী (৮ বছর) দুই ছেলে খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারি ঘটনায় দুই ছেলের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাহাবুল ও তার স্ত্রী কন্যা বটি দিয়ে কুপিয়ে সাইফুলক ইসলামকে আহত করেন। পরে সাইফুলকে হাসপাতালে নেওয়া পথে তাঁর মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলাম (৩৫) দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে চাচাতো ভাই মহাবুল ও মহাবুলের স্ত্রী কন্যা খাতুনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন উপজেলার দুই ইউনিয়নের দুটি হত্যার ঘটনা ছোটদের বিবাদে জেরে বড়রা জড়িয়ে হয়েছে। দুই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের ধরতে অভিযান চলছে।
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৯ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
১২ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
১২ মিনিট আগেঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খ
১৫ মিনিট আগে