সাতক্ষীরা প্রতিনিধি
ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা কমে গেছে। কদিন ধরে ১০০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ আজ মঙ্গলবার বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়।
ভারত থেকে আমদানির খবরে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মিলবাজারের ব্যবসায়ী আবুল হাসান বলেন, ‘আমরা যে দামে পেঁয়াজ কিনি, তার চেয়ে ২ থেকে ৫ টাকা লাভ করে বেচি। কয়েক দিন আগেও পেঁয়াজ কিনতাম ৮০ টাকার বেশি দরে। আজ কিনেছি ৭০ টাকা দরে, বিক্রি করছি ৭৫ টাকায়।’
এদিকে ভোমরা স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ৮১ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ ঢুকেছে দেশে। গতকাল সোমবার ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে ৩৩০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে ঢোকে। আজ মঙ্গলবারও শতাধিক ট্রাক পেঁয়াজ ঢুকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আজ বিকেল পর্যন্ত পেঁয়াজ ঢুকেছে ৫০ ট্রাক।
সপ্তাহখানেকের মধ্যে পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে চলে আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এ বিষয়ে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, আমদানি করা পেঁয়াজ এখনো খুচরা বাজারে ঢোকেনি। সেই পেঁয়াজ ঢুকলে দাম ৫০ টাকার নিচে চলে আসবে।
দেশীয় পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে বেড়ে ১০০ টাকায় বিক্রি হয়। এ অবস্থায় সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়।
ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা কমে গেছে। কদিন ধরে ১০০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ আজ মঙ্গলবার বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়।
ভারত থেকে আমদানির খবরে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মিলবাজারের ব্যবসায়ী আবুল হাসান বলেন, ‘আমরা যে দামে পেঁয়াজ কিনি, তার চেয়ে ২ থেকে ৫ টাকা লাভ করে বেচি। কয়েক দিন আগেও পেঁয়াজ কিনতাম ৮০ টাকার বেশি দরে। আজ কিনেছি ৭০ টাকা দরে, বিক্রি করছি ৭৫ টাকায়।’
এদিকে ভোমরা স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ৮১ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ ঢুকেছে দেশে। গতকাল সোমবার ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে ৩৩০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে ঢোকে। আজ মঙ্গলবারও শতাধিক ট্রাক পেঁয়াজ ঢুকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আজ বিকেল পর্যন্ত পেঁয়াজ ঢুকেছে ৫০ ট্রাক।
সপ্তাহখানেকের মধ্যে পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে চলে আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এ বিষয়ে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, আমদানি করা পেঁয়াজ এখনো খুচরা বাজারে ঢোকেনি। সেই পেঁয়াজ ঢুকলে দাম ৫০ টাকার নিচে চলে আসবে।
দেশীয় পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে বেড়ে ১০০ টাকায় বিক্রি হয়। এ অবস্থায় সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৭ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগে