ঝিনাইদহ প্রতিনিধি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসনের সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার।
আজ শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, আগামীকাল সকালের দিকে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক তথ্য জানাবেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নৌকা প্রতীকের প্রার্থী, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। সভায় ঝিনাইদহের তিন আসনের সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যসহ ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের দুই প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘যেহেতু নৌকা প্রতীকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলেরই অপর এক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সে জন্য স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছিলাম। তিনি সাড়া দিয়ে তা গ্রহণ করেছেন।’
প্রার্থিতা প্রত্যাহারের পর জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল বলেন, ‘পারিবারিকভাবেই সিদ্ধান্ত নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলাম। এখানে কোনো দলীয় চাপ নেই।’
ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম আহমেদ নজরুল ইসলাম দুলালের প্রার্থিতা প্রত্যাহারের পর তাঁকে স্বাগত জানান।
উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই গত ১৬ মার্চ মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসনের সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার।
আজ শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, আগামীকাল সকালের দিকে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক তথ্য জানাবেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নৌকা প্রতীকের প্রার্থী, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। সভায় ঝিনাইদহের তিন আসনের সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যসহ ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের দুই প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘যেহেতু নৌকা প্রতীকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলেরই অপর এক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সে জন্য স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছিলাম। তিনি সাড়া দিয়ে তা গ্রহণ করেছেন।’
প্রার্থিতা প্রত্যাহারের পর জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল বলেন, ‘পারিবারিকভাবেই সিদ্ধান্ত নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলাম। এখানে কোনো দলীয় চাপ নেই।’
ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম আহমেদ নজরুল ইসলাম দুলালের প্রার্থিতা প্রত্যাহারের পর তাঁকে স্বাগত জানান।
উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই গত ১৬ মার্চ মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে