বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝিনাইদহ-১ আসনের এমপি হচ্ছেন নৌকার প্রার্থী

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৪, ১৮: ২১
Thumbnail image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসনের সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার।

আজ শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, আগামীকাল সকালের দিকে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক তথ্য জানাবেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নৌকা প্রতীকের প্রার্থী, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। সভায় ঝিনাইদহের তিন আসনের সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যসহ ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের দুই প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘যেহেতু নৌকা প্রতীকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলেরই অপর এক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সে জন্য স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছিলাম। তিনি সাড়া দিয়ে তা গ্রহণ করেছেন।’

প্রার্থিতা প্রত্যাহারের পর জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল বলেন, ‘পারিবারিকভাবেই সিদ্ধান্ত নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলাম। এখানে কোনো দলীয় চাপ নেই।’

ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম আহমেদ নজরুল ইসলাম দুলালের প্রার্থিতা প্রত্যাহারের পর তাঁকে স্বাগত জানান।

উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই গত ১৬ মার্চ মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত