বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল যুবকের 

সাতক্ষীরা প্রতিনিধি
Thumbnail image

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শাহারুল সানা কল্যাণপুর গ্রামের আবুল বাশারের ছেলে। পেশায় তিনি একজন শ্রমজীবী মানুষ ছিলেন। 

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, আজ শুক্রবার সকালে শাহারুল তাঁর নিজের ঘরে বিদ্যুতের তার নিয়ে কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত তিনি ঘরের মধ্যে তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। 

আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, ‘বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত