সৌগত বসু, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক বাৎসরিক আয়ে ও দায়-দেনাতে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সংবাদ সম্মেলনে সুজন জানায়, বছরে সর্বোচ্চ ৯০ লাখ ১২ হাজার ৮০০ টাকা আয় করেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ লাখ ২০ হাজার ৮৭০ টাকা আয় করেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেক। এই দুজন প্রার্থীর দেনার পরিমাণ ৪০ শতাংশ। এর মধ্যে শফিকুল ইসলামের দেনার পরিমাণ ৫২ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা। আর আবদুল খালেকের দায়-দেনার পরিমাণ ১ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৭৭০ টাকা।
খুলনা সিটি করপোরেশনের পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে একজনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, দুজনের স্নাতক এবং দুজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে।
স্নাতকোত্তর সম্পন্ন করা মেয়র প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আ. আউয়াল, স্নাতক সম্পন্ন করা দুজন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক ও জাকের পাটির প্রার্থী এস এম সাব্বির হোসেন। জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু ও স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান শিক্ষাগত যোগ্যতার ঘরে উল্লেখ করেছেন স্বশিক্ষিত।
নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে শুধু একজনের বিরুদ্ধে অতীতে ফৌজদারি মামলা সংশ্লিষ্টতা ছিল। তিনি হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা না থাকলেও অতীতে নয়টি মামলা ছিল। এই নয়টি মামলার মধ্যে চারটি ছিল ৩০২ ধারায় মামলা, যা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। অপর পাঁচটি মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন।
সুজন জানিয়েছে, বিগত নির্বাচনের চেয়ে আয়কর প্রদানকারীর হার হ্রাস পেয়েছে। ২০১৮ সালে আয়কর প্রদানকারীর হার ছিল ৫৭ দশমিক ৮১ শতাংশ। এবারের নির্বাচনে তা দাঁড়িয়েছে ৩৪ দশমিক শূন্য ১ শতাংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার, বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমানসহ অন্যরা।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক বাৎসরিক আয়ে ও দায়-দেনাতে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সংবাদ সম্মেলনে সুজন জানায়, বছরে সর্বোচ্চ ৯০ লাখ ১২ হাজার ৮০০ টাকা আয় করেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ লাখ ২০ হাজার ৮৭০ টাকা আয় করেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেক। এই দুজন প্রার্থীর দেনার পরিমাণ ৪০ শতাংশ। এর মধ্যে শফিকুল ইসলামের দেনার পরিমাণ ৫২ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা। আর আবদুল খালেকের দায়-দেনার পরিমাণ ১ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৭৭০ টাকা।
খুলনা সিটি করপোরেশনের পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে একজনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, দুজনের স্নাতক এবং দুজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে।
স্নাতকোত্তর সম্পন্ন করা মেয়র প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আ. আউয়াল, স্নাতক সম্পন্ন করা দুজন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক ও জাকের পাটির প্রার্থী এস এম সাব্বির হোসেন। জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু ও স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান শিক্ষাগত যোগ্যতার ঘরে উল্লেখ করেছেন স্বশিক্ষিত।
নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে শুধু একজনের বিরুদ্ধে অতীতে ফৌজদারি মামলা সংশ্লিষ্টতা ছিল। তিনি হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা না থাকলেও অতীতে নয়টি মামলা ছিল। এই নয়টি মামলার মধ্যে চারটি ছিল ৩০২ ধারায় মামলা, যা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। অপর পাঁচটি মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন।
সুজন জানিয়েছে, বিগত নির্বাচনের চেয়ে আয়কর প্রদানকারীর হার হ্রাস পেয়েছে। ২০১৮ সালে আয়কর প্রদানকারীর হার ছিল ৫৭ দশমিক ৮১ শতাংশ। এবারের নির্বাচনে তা দাঁড়িয়েছে ৩৪ দশমিক শূন্য ১ শতাংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার, বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমানসহ অন্যরা।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে