কলারোয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ল এক বিঘা জমির ধান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ১৯: ২৭
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৯: ৩৫

ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য এক বিঘা জমির কাটা ধান মাঠে একত্রিত করে রেখেছিলেন কৃষক ইসরাইল হোসেন। কিন্তু রাতের আঁধারে তাঁর সেই ধানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা ৬ নম্বর ওয়ার্ডের দাকোপের বিলে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত কৃষক ইসরাইল হোসেন ব্রজবাকসা গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজের পাশাপাশি ব্রজবাকসা কাঁচাবাজারের ইজারাদার হিসেবে খাজনা আদায়ের কাজ করেন। 

ইসরাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঝড়-বৃষ্টি হওয়ার কারণে কাটা ধান গতকাল শুক্রবার রাত ৮টা পর্যন্ত জমিতে ঢেকে রেখে আসি। সকালে জানতে পারি, সেই ধানে আগুন দিয়ে কে বা কারা পুড়িয়ে দিয়েছে। এসে দেখি এক বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। এখনো জমিতে সেচের পানির আড়াই হাজার টাকা ও সার-কীটনাশকের টাকা বাকি রয়েছে। এ বছরের পরিবারের খোরাকির ধান সব শেষ হয়ে গেল।’ 

স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ বলেন, ইসরাইলের এক বিঘা জমিতে প্রায় ১৫ বস্তা ধান হতো; যার বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা। আর গোখাদ্যের জন্য বিচালির দাম তো আরও অনেক বেশি। এক বিঘা জমির সেচে খরচ ৩ হাজার টাকা, সার-কীটনাশক ও বীজ মিলিয়ে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। মজুরি খরচসহ সব মিলিয়ে তাঁর প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষতি হলো। 

উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠানো হবে। অভিযোগ পেলে এর পেছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ধানচাষি যেন ক্ষতিপূরণ পান, সে জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হবে।’ 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত