ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে গত তিন সপ্তাহে ৫টি গরু ও ২টি ছাগল কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩টি গরু মারা গেছে। বাকিগুলোর অবস্থা সংকটাপন্ন বলে প্রাণিসম্পদ অফিস থেকে জানা গেছে। একই সময় ১০ জন ব্যক্তি কুকুরের কামড়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। বেসরকারি হিসেবে কুকুরের আক্রমণে আক্রান্তের সংখ্যা আরও বেশি।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলা সংলগ্ন আট্টাকা গ্রামের মো. খোকনের গৃহপালিত গরু এবং জাকির হোসেনের একটি বিদেশি গাভি কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ছাড়া পার্শ্ববর্তী গ্রাম দোহাজারী, মানসা ও জাড়িয়ায় পাগলা এলাকায় কুকুরের আক্রমণে আহত গরুগুলোকে ভ্যাকসিন দেওয়ার পরেও জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে।
ভুক্তভোগীরা জানান, কিছুদিন ধরে পাড়া-মহল্লায় কুকুরের উপদ্রব বেড়েছে। ছাগল-গরুগুলোকে ঘাস খাওয়ার জন্য মাঠে নিয়ে গেলেই প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। মাঝে মাঝে কুকুরগুলো বাড়ি ঢুকে যাকে পাচ্ছে কামড়ে দিচ্ছে।
ফকিরহাট পল্লী পশুচিকিৎসক খান মাহমুদ আরিফুল হক ও রবিউল আউয়াল বলেন, গত কয়েক সপ্তাহ ধরে কুকুরের কামড়ে আহত পশুর কথা জানতে পারছি। এমন ঘটনায় কুকুর নিধন ও ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ বলেন, ফকিরহাট হাসপাতালে জলাতঙ্ক রোগের টিকার মজুত নেই। যারা ফার্মেসি থেকে টিকা কিনে আনেন, হাসপাতালে তাঁদের ওই টিকা দেওয়ার ব্যবস্থা আছে। কুকুরের কামড়ে আহত অনেকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে যাচ্ছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পুস্পেন কুমার শিকদার বলেন, কিছুদিন ধরে লোকজন কুকুরের কামড়ে আহত পশুর চিকিৎসার জন্য এখানে যোগাযোগ করছেন। তবে একবার জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পেলে ওই পশুকে বাঁচানো অসম্ভব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, মাসিক সমন্বয় সভায় কুকুর নিধনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাস্তাঘাটে শিশু ও বৃদ্ধদের চলাচলের সময় সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বাগেরহাটের ফকিরহাটে গত তিন সপ্তাহে ৫টি গরু ও ২টি ছাগল কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩টি গরু মারা গেছে। বাকিগুলোর অবস্থা সংকটাপন্ন বলে প্রাণিসম্পদ অফিস থেকে জানা গেছে। একই সময় ১০ জন ব্যক্তি কুকুরের কামড়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। বেসরকারি হিসেবে কুকুরের আক্রমণে আক্রান্তের সংখ্যা আরও বেশি।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলা সংলগ্ন আট্টাকা গ্রামের মো. খোকনের গৃহপালিত গরু এবং জাকির হোসেনের একটি বিদেশি গাভি কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ছাড়া পার্শ্ববর্তী গ্রাম দোহাজারী, মানসা ও জাড়িয়ায় পাগলা এলাকায় কুকুরের আক্রমণে আহত গরুগুলোকে ভ্যাকসিন দেওয়ার পরেও জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে।
ভুক্তভোগীরা জানান, কিছুদিন ধরে পাড়া-মহল্লায় কুকুরের উপদ্রব বেড়েছে। ছাগল-গরুগুলোকে ঘাস খাওয়ার জন্য মাঠে নিয়ে গেলেই প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। মাঝে মাঝে কুকুরগুলো বাড়ি ঢুকে যাকে পাচ্ছে কামড়ে দিচ্ছে।
ফকিরহাট পল্লী পশুচিকিৎসক খান মাহমুদ আরিফুল হক ও রবিউল আউয়াল বলেন, গত কয়েক সপ্তাহ ধরে কুকুরের কামড়ে আহত পশুর কথা জানতে পারছি। এমন ঘটনায় কুকুর নিধন ও ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ বলেন, ফকিরহাট হাসপাতালে জলাতঙ্ক রোগের টিকার মজুত নেই। যারা ফার্মেসি থেকে টিকা কিনে আনেন, হাসপাতালে তাঁদের ওই টিকা দেওয়ার ব্যবস্থা আছে। কুকুরের কামড়ে আহত অনেকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে যাচ্ছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পুস্পেন কুমার শিকদার বলেন, কিছুদিন ধরে লোকজন কুকুরের কামড়ে আহত পশুর চিকিৎসার জন্য এখানে যোগাযোগ করছেন। তবে একবার জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পেলে ওই পশুকে বাঁচানো অসম্ভব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, মাসিক সমন্বয় সভায় কুকুর নিধনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাস্তাঘাটে শিশু ও বৃদ্ধদের চলাচলের সময় সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৭ ঘণ্টা আগে