বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে ব্লেন্ডার মেশিনের ভেতরে অভিনব কায়দায় লুকানো ডলার, ভারতীয় রুপি ও টাকাসহ মানিক মিয়া (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।
বিজিবি জানায়, ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার একটি চালান বাংলাদেশে পাচার হবে—এমন খবরে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল আইসিপি স্ক্যানিং কক্ষে অবস্থান নেয়। এমন সময় ভারত থেকে আগত সন্দেহভাজন পাসপোর্টধারী যাত্রীকে ধরা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৯০ হাজার ইউএস ডলাল, ভারতীয় ১ হাজার ৬১০ রুপি এবং বাংলাদেশি ৩২ হাজার ৪৮০ টাকাসহ তাঁকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, বাংলাদেশি অর্থে ডলারের বর্তমান মূল্য ৯৯ লাখ ৫ হাজার ৪০০ টাকা। জব্দ করা ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৯৯ লাখ ৪০ হাজার ৮২ টাকা।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামাল আহাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তাঁর সঙ্গে থাকা ইউএস ডলার অবৈধভাবে হুন্ডি বা মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যে বহন করছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোরের বেনাপোল সীমান্তে ব্লেন্ডার মেশিনের ভেতরে অভিনব কায়দায় লুকানো ডলার, ভারতীয় রুপি ও টাকাসহ মানিক মিয়া (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।
বিজিবি জানায়, ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার একটি চালান বাংলাদেশে পাচার হবে—এমন খবরে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল আইসিপি স্ক্যানিং কক্ষে অবস্থান নেয়। এমন সময় ভারত থেকে আগত সন্দেহভাজন পাসপোর্টধারী যাত্রীকে ধরা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৯০ হাজার ইউএস ডলাল, ভারতীয় ১ হাজার ৬১০ রুপি এবং বাংলাদেশি ৩২ হাজার ৪৮০ টাকাসহ তাঁকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, বাংলাদেশি অর্থে ডলারের বর্তমান মূল্য ৯৯ লাখ ৫ হাজার ৪০০ টাকা। জব্দ করা ইউএস ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৯৯ লাখ ৪০ হাজার ৮২ টাকা।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামাল আহাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তাঁর সঙ্গে থাকা ইউএস ডলার অবৈধভাবে হুন্ডি বা মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যে বহন করছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে পোস্ট করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
৩ মিনিট আগেনেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার
১৬ মিনিট আগেরাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
৩১ মিনিট আগে