নিজ জেলায় সাফ শিরোপা জয়ী নারী ফুটবলার নীলাকে সংবর্ধনা দেওয়া হলো

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৯: ২২
Thumbnail image

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নীলাকে সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের পর এই প্রথম তিনি এলেন কুষ্টিয়াতে। তাই নানা আয়োজনে কুষ্টিয়া জেলায় দেশের এই কৃতী ফুটবলারকে বরণ করে নিয়েছে সর্বস্তরের মানুষ।

আজ শনিবার দুপুর ১২টায় কুমারখালী উপজেলার মীর মোশাররফ সেতু থেকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় তাঁকে। পরে সুসজ্জিত গাড়িবহরের মাধ্যমে শহর প্রদক্ষিণ শেষে তাঁকে নেওয়া হয় জেলা শিল্পকলা একাডেমিতে। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা দেওয়া তাঁকে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার খাইরুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী, নারী ফুটবল দলের ম্যানেজার আফরোজা আক্তার ডিউ, নিলুফা ইয়াসমিন নীলার মা বাছিরন আক্তারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমী মানুষ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নীলার হাতে ১ লাখ টাকা এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

এ সময় নিলুফা ইয়াসমিন নীলা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাকে যে সম্মান দেওয়া হয়েছে তা থেকে আমি অনুপ্রাণিত। এই অনুপ্রেরণা নিয়ে দেশের মানুষকে আরও ভালো ফুটবল খেলা উপহার দিতে পারব।’

এ সময় নীলার মা বাছিরন আক্তারকেও সংবর্ধনা দেওয়া হয়।

সুসজ্জিত গাড়িবহরের মাধ্যমে শহর প্রদক্ষিণ শেষে নারী ফুটবলার নিলুফা ইয়াসমিন নীলাকে নেওয়া হয় জেলা শিল্পকলা একাডেমিতেকুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, ‘আজ আমরা অনেক আনন্দিত এই কারণে যে যাঁরা সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম তুলে ধরেছেন তাঁদের দলের অন্যতম একজন কুষ্টিয়ার মেয়ে নিলুফা ইয়াসমিন নীলা। তাঁকে সম্মানিত এবং বরণ করতে পেরে আমরাও সম্মানিত বোধ করছি।’

ফুটবলের এই কৃতিত্বের কারণে নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাইদুল ইসলাম বলেন, সাফ ফুটবলে নীলা যে কৃতিত্ব দেখিয়েছেন তা দেখে কুষ্টিয়ার অনেক নারী খেলোয়াড় উজ্জীবিত হবেন এবং তাঁরা কুষ্টিয়ার নাম উজ্জ্বল করতে পারবেন। 

সংবর্ধনা শেষে জেলা প্রশাসনের গাড়িতে কুষ্টিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় সাফ শিরোপা জয়ী নারী ফুটবলার নিলুফার ইয়াসমিন নীলাকে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২-এ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দক্ষিণ এশিয়ার নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই এই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত