যশোর প্রতিনিধি
যশোরে নির্বাচন কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। নির্বাচনী তফসিল বাতিল ও তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন কার্যালয় অভিমুখী হয়।
আজ রোববার দুপুরে মিছিলটি শহরের উকিল বার মোড়ে আইনজীবী মিলনায়তনের সামনে পৌঁছালে পুলিশ আটকে দেয় বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটা-কাটি হয়। একপর্যায়ে মিছিলটি ঘুরিয়ে নিতে বাধ্য হন বিক্ষোভকারীরা। পরে যশোর সার্কিট হাউজের সামনে পথসভার মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
জেলা পুলিশের মুখোপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কল ধরেননি। তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘মিছিলে বাধা দেওয়া হয়নি। তাদের বলা হয়েছিল শান্তিপূর্ণ কর্মসূচি করার।’
যশোর জেলা সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টায় যশোরের প্রেসক্লাবের সামনে থেকে প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল, ফ্যাসিবাদী সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা লাল পতাকা হাতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় সরকারের পদত্যাগ, নির্বাচন বাতিলের স্লোগান দেওয়া হয়। মিছিলটি উকিল বারের মোড়ে আইনজীবী ভবনের সামনে পৌঁছালে কোতোয়ালি মডেল থানার পুলিশের ২০-২৫ জন সদস্য আটকে দেয়।
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ জোর করে মিছিলটি শহরের বাইরের দিকে ঘুরিয়ে দেয়। ফলে বিক্ষোভকারীরা মিছিলটি সার্কিট হাউজের সামনে নিয়ে শেষ করেন। এ সময় সেখানে সংক্ষিপ্ত পথসভা হয় বলেন জানান জিল্লুর রহমান।
যশোর জেলা বাম গণতান্ত্রিক জোট, যশোর জেলা সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আবুল হোসেন ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান।
বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, বিজয়ের মাসে মত প্রকাশে, সভা সমাবেশ, মিছিল করতে ফ্যাসিবাদ সরকার ও তার পুলিশ বাহিনী বাধা দিয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রশ্ন বিদ্ধ করেছে।
যশোরে নির্বাচন কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। নির্বাচনী তফসিল বাতিল ও তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন কার্যালয় অভিমুখী হয়।
আজ রোববার দুপুরে মিছিলটি শহরের উকিল বার মোড়ে আইনজীবী মিলনায়তনের সামনে পৌঁছালে পুলিশ আটকে দেয় বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটা-কাটি হয়। একপর্যায়ে মিছিলটি ঘুরিয়ে নিতে বাধ্য হন বিক্ষোভকারীরা। পরে যশোর সার্কিট হাউজের সামনে পথসভার মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
জেলা পুলিশের মুখোপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কল ধরেননি। তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘মিছিলে বাধা দেওয়া হয়নি। তাদের বলা হয়েছিল শান্তিপূর্ণ কর্মসূচি করার।’
যশোর জেলা সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টায় যশোরের প্রেসক্লাবের সামনে থেকে প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল, ফ্যাসিবাদী সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা লাল পতাকা হাতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় সরকারের পদত্যাগ, নির্বাচন বাতিলের স্লোগান দেওয়া হয়। মিছিলটি উকিল বারের মোড়ে আইনজীবী ভবনের সামনে পৌঁছালে কোতোয়ালি মডেল থানার পুলিশের ২০-২৫ জন সদস্য আটকে দেয়।
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ জোর করে মিছিলটি শহরের বাইরের দিকে ঘুরিয়ে দেয়। ফলে বিক্ষোভকারীরা মিছিলটি সার্কিট হাউজের সামনে নিয়ে শেষ করেন। এ সময় সেখানে সংক্ষিপ্ত পথসভা হয় বলেন জানান জিল্লুর রহমান।
যশোর জেলা বাম গণতান্ত্রিক জোট, যশোর জেলা সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আবুল হোসেন ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান।
বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, বিজয়ের মাসে মত প্রকাশে, সভা সমাবেশ, মিছিল করতে ফ্যাসিবাদ সরকার ও তার পুলিশ বাহিনী বাধা দিয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রশ্ন বিদ্ধ করেছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৮ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৩৬ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে