খুলনা প্রতিনিধি
খুলনা সাইবার ট্রাইব্যুনাল দায়ের করা তথ্য ও প্রযুক্তি আইনের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন–সময়ের খবরের সাবেক (ভারপ্রাপ্ত) সম্পাদক কাজী মোতাহার রহমান ও নিজস্ব প্রতিবেদক সোহাগ দেওয়ান। আজ সোমবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস এ রায় দেন।
রায়ে বলা হয়েছে, মামলায় দৈনিক সময়ের খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহাগ দেওয়ান ও তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হলো।
আসামিদের খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন।
পিপি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ২০১৭ সালের ১৮ মে কর্মচারী নিয়োগে জটিলতা সংক্রান্ত সংবাদ স্থানীয় দৈনিক সময়ের খবর পত্রিকায় প্রকাশিত হয়। এ ছাড়া সিএমএম আদালতে একটি চেকের মামলার রায়ের সংবাদও ২২ মে একই পত্রিকায় প্রকাশিত হয়।’
তিনি বলেন, ‘এই দুটি সংবাদকে মিথ্যা ও ভুল আখ্যা দিয়ে খুলনার (সিএমএম) আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার সাহা বাদী হয়ে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ও ৬৬ ধারায় ২০১৭ সালের ১৪ জুন খুলনার দুজন সাংবাদিকের বিরুদ্ধে সদর থানায় মামলাটি করেন (নম্বর-২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আফাজ আহমেদ ২০১৮ সালের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন (নম্বর-৬২৪)। মোট ১২ জন সাক্ষীর ১২ জনই আদালতে তাদের সাক্ষ্য দেন। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই সাংবাদিককে ট্রাইব্যুনাল অব্যাহতি প্রদান করেন।’
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে সাংবাদিকদের সংবাদ যে সঠিক ছিল সেটাই প্রমাণিত হলো।’
মামলা থেকে বেকসুর খালাস পাওয়া সাংবাদিক কাজী মোতাহার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রায়ে আমি খুশি। আমি ন্যায় বিচার পেয়েছি।’
খুলনা সাইবার ট্রাইব্যুনাল দায়ের করা তথ্য ও প্রযুক্তি আইনের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন–সময়ের খবরের সাবেক (ভারপ্রাপ্ত) সম্পাদক কাজী মোতাহার রহমান ও নিজস্ব প্রতিবেদক সোহাগ দেওয়ান। আজ সোমবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস এ রায় দেন।
রায়ে বলা হয়েছে, মামলায় দৈনিক সময়ের খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহাগ দেওয়ান ও তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হলো।
আসামিদের খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন।
পিপি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ২০১৭ সালের ১৮ মে কর্মচারী নিয়োগে জটিলতা সংক্রান্ত সংবাদ স্থানীয় দৈনিক সময়ের খবর পত্রিকায় প্রকাশিত হয়। এ ছাড়া সিএমএম আদালতে একটি চেকের মামলার রায়ের সংবাদও ২২ মে একই পত্রিকায় প্রকাশিত হয়।’
তিনি বলেন, ‘এই দুটি সংবাদকে মিথ্যা ও ভুল আখ্যা দিয়ে খুলনার (সিএমএম) আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার সাহা বাদী হয়ে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ও ৬৬ ধারায় ২০১৭ সালের ১৪ জুন খুলনার দুজন সাংবাদিকের বিরুদ্ধে সদর থানায় মামলাটি করেন (নম্বর-২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আফাজ আহমেদ ২০১৮ সালের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন (নম্বর-৬২৪)। মোট ১২ জন সাক্ষীর ১২ জনই আদালতে তাদের সাক্ষ্য দেন। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই সাংবাদিককে ট্রাইব্যুনাল অব্যাহতি প্রদান করেন।’
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে সাংবাদিকদের সংবাদ যে সঠিক ছিল সেটাই প্রমাণিত হলো।’
মামলা থেকে বেকসুর খালাস পাওয়া সাংবাদিক কাজী মোতাহার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রায়ে আমি খুশি। আমি ন্যায় বিচার পেয়েছি।’
চট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
১৫ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
১৯ মিনিট আগেবরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১ ঘণ্টা আগে