ইবিতে হল থেকে ছাত্রকে বের করে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ২২: ৪৫

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ আবাসিক হল থেকে এক ছাত্রকে বের করে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তিন সদস্যের তদন্ত কমিটিতে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. হেলাল উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া হলের আবাসিক শিক্ষক ড. পার্থ সারথী লস্কর ও সহকারী প্রক্টর শরিফুল ইসলাম জুয়েলকে সদস্য করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ মার্চ লালন শাহ হলে সংঘটিত ঘটনা এবং আবাসিক শিক্ষার্থী মাহাদি হাসানের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত