খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়কসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তিনজনকে নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
গ্রেপ্তররা হলেন–অলিয়ার রহমান রাজু (২৫), রিফাত হোসেন (২৪) ও মেহেদী হাসান আকাশ (২৪)। এর মধ্যে যুবলীগ নেতা অলিয়ার রহমান রাজু কুয়েট রেজিস্ট্রার দপ্তরের অফিস সহকারী হিসেবে কর্মরত। বাকি দুজন বহিরাগত, তবে তিনজনই কুয়েট ছাত্রলীগ সভাপতি রুদ্র নীলের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্দেহভাজন আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংঘর্ষে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’
এর আগ গত ১৪ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে ওঠাকে কেন্দ্র করে প্রতিপক্ষের তিনজনকে পিটিয়ে আহত করে কুয়েট ছাত্রলীগের সভাপতি রুদ্র নীল সিংহের অনুসারীরা। এ ঘটনায় ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি তাহমিদুল হক ইশরাক বাদী হয়ে রুদ্র নীলসহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
বাদী ছাত্রলীগ নেতা তাহমিদুল হক ইশরাক আজকের পত্রিকাকে বলেন, ‘এজাহারভুক্ত ১২ আসামি পুলিশের সামনে ক্যাম্পাসে ও হলে ঘুরে বেড়াচ্ছে। মামলার পরও আমার ছেলেদের হুমকি দিচ্ছে, মারধর করছে। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়কসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তিনজনকে নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
গ্রেপ্তররা হলেন–অলিয়ার রহমান রাজু (২৫), রিফাত হোসেন (২৪) ও মেহেদী হাসান আকাশ (২৪)। এর মধ্যে যুবলীগ নেতা অলিয়ার রহমান রাজু কুয়েট রেজিস্ট্রার দপ্তরের অফিস সহকারী হিসেবে কর্মরত। বাকি দুজন বহিরাগত, তবে তিনজনই কুয়েট ছাত্রলীগ সভাপতি রুদ্র নীলের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্দেহভাজন আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংঘর্ষে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’
এর আগ গত ১৪ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে ওঠাকে কেন্দ্র করে প্রতিপক্ষের তিনজনকে পিটিয়ে আহত করে কুয়েট ছাত্রলীগের সভাপতি রুদ্র নীল সিংহের অনুসারীরা। এ ঘটনায় ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি তাহমিদুল হক ইশরাক বাদী হয়ে রুদ্র নীলসহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
বাদী ছাত্রলীগ নেতা তাহমিদুল হক ইশরাক আজকের পত্রিকাকে বলেন, ‘এজাহারভুক্ত ১২ আসামি পুলিশের সামনে ক্যাম্পাসে ও হলে ঘুরে বেড়াচ্ছে। মামলার পরও আমার ছেলেদের হুমকি দিচ্ছে, মারধর করছে। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকের পরও কোনো আশ্বাস না পাওয়ায় ফের মহাখালীতে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রেল ও সড়ক পথ অবরোধ কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা
৮ মিনিট আগেছাত্র আন্দোলনে এক যুবককে গুলি–ককটেল বিস্ফোরণে আহত করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ১৮৭ জনের নামে মামলা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কফিল উদ্দিন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। তিনি আনোয়ারা উপজেলার বারখাইন এলা
১৮ মিনিট আগেচলমান সংঘাতের জেরে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এবার চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর ৫৬ নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাঁরা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থান করছেন।
৪৩ মিনিট আগেসিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ১৫ দিন পর মুদি দোকানির রইচ ফকির (৫৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
১ ঘণ্টা আগে