Ajker Patrika

ঈদগার ফটক ভাঙা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা
মেহেরপুরের গাংনীতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের ধাক্কায় ঈদগাহের মূল ফটক ভেঙে যাওয়ার জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক যুবক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে বামন্দী ইউনিয়নের রামনগর বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হৃদয় হোসেন (২৬)। তিনি চরগোয়াল গ্রামের মো. শাহাদত ইসলামের ছেলে।

চরগোয়ালের বাসিন্দা জাহিদুল ইসলাম মন্টুসহ কয়েকজন জানান, রামনগর গ্রামের মিরাজুল ইসলামের কিশোর ছেলে ট্রাক্টর চালিয়ে চরগোয়ালে যায়। এই অদক্ষ চালকের কারণে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে স্থানীয় ঈদগাহের প্রধান ফটকের আংশিক ভেঙে যায়। পরে সে নিজ গ্রামে ফিরে যায়।

এ ঘটনায় চরগোয়াল গ্রামের কয়েকজন রামনগর গ্রামে গিয়ে ট্রাক্টরের চাবি কেড়ে নিয়ে রামনগর বাজারে মোটরসাইকেলের মিস্ত্রি জান্নাত আলীর দোকানে অপেক্ষা করছিলেন। পরে সেখানে দুই গ্রামের লোকজন প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হৃদয়সহ বেশ কয়েকজন আহত হন। মুমূর্ষু অবস্থায় হৃদয়কে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা জান্নাত আলীর মোটরসাইকেল মেরামতের দোকানে আগুন দিলে তিনটি মোটরসাইকেলসহ মালপত্র পুড়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পরে আর কোনো ঘটনা যাতে না ঘটে এ জন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত