মাগুরা প্রতিনিধি
মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পাওয়ায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নিজ বাড়ি কেশব মোড় এলাকায় আনন্দ-উল্লাস করেছেন তাঁর বন্ধু ও ভক্তরা। এলাকায় বাড়ির সামনে বিজিবি ও পুলিশের নিরাপত্তার মধ্যেই চলছে এই উল্লাস।
মনোনয়ন ঘোষণার আগে আজ রোববার বেলা ৩টার পর সাকিবের বাড়িতে বিজিবি মোতায়ের করতে দেখা যায়। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সাকিবের বাড়িসংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
সাকিব আল হাসানের মনোনয়ন নিশ্চিত হলে ‘সাকিব সাকিব’ বলে তাঁর বাড়ির গেটে স্লোগান তোলেন বন্ধুরা। তবে এ সময় জেলা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর সেখানে দেখা মেলেনি।
সাকিবের বাবা মাশরুল রেজা কুটিল আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিব ক্রিকেট খেলে দেশের নাম উজ্জ্বল করেছে। এখন মানুষের সেবা করবে নৌকার একজন জনপ্রতিনিধি হয়ে। সে এখন ঢাকায়। মাগুরা এলে আমরা পরবর্তী বিষয় জানাতে পারব।’
রাশেদুজ্জামান রনি নামের এক ব্যক্তি বলেন, ‘বন্ধু সাকিব মনোনয়ন পেয়েছে, আমরা খুশি। শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁকে আমরা ধন্যবাদ জানাই।’
রিকশাচালক সালমান মিয়া বলেন, ‘আমি খুব খুশি। সে খুব ভালো করবে মাগুরায়।’
মাগুরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য আছেন সাইফুজ্জামান শিখর। দুই আসনে চারবার নির্বাচিত বীরেন শিকদার এবারও মনোনয়ন পেয়েছেন।
সাকিবের মনোনয়নে তাৎক্ষণিকভাবে জেলা আওয়ামী লীগের কাউকে তাঁর বাড়িতে দেখা যায়নি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু আজকের পত্রিকাকে জানান, সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।
মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পাওয়ায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নিজ বাড়ি কেশব মোড় এলাকায় আনন্দ-উল্লাস করেছেন তাঁর বন্ধু ও ভক্তরা। এলাকায় বাড়ির সামনে বিজিবি ও পুলিশের নিরাপত্তার মধ্যেই চলছে এই উল্লাস।
মনোনয়ন ঘোষণার আগে আজ রোববার বেলা ৩টার পর সাকিবের বাড়িতে বিজিবি মোতায়ের করতে দেখা যায়। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সাকিবের বাড়িসংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
সাকিব আল হাসানের মনোনয়ন নিশ্চিত হলে ‘সাকিব সাকিব’ বলে তাঁর বাড়ির গেটে স্লোগান তোলেন বন্ধুরা। তবে এ সময় জেলা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর সেখানে দেখা মেলেনি।
সাকিবের বাবা মাশরুল রেজা কুটিল আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিব ক্রিকেট খেলে দেশের নাম উজ্জ্বল করেছে। এখন মানুষের সেবা করবে নৌকার একজন জনপ্রতিনিধি হয়ে। সে এখন ঢাকায়। মাগুরা এলে আমরা পরবর্তী বিষয় জানাতে পারব।’
রাশেদুজ্জামান রনি নামের এক ব্যক্তি বলেন, ‘বন্ধু সাকিব মনোনয়ন পেয়েছে, আমরা খুশি। শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁকে আমরা ধন্যবাদ জানাই।’
রিকশাচালক সালমান মিয়া বলেন, ‘আমি খুব খুশি। সে খুব ভালো করবে মাগুরায়।’
মাগুরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য আছেন সাইফুজ্জামান শিখর। দুই আসনে চারবার নির্বাচিত বীরেন শিকদার এবারও মনোনয়ন পেয়েছেন।
সাকিবের মনোনয়নে তাৎক্ষণিকভাবে জেলা আওয়ামী লীগের কাউকে তাঁর বাড়িতে দেখা যায়নি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু আজকের পত্রিকাকে জানান, সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে