কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইন্তি (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, ‘‘দীর্ঘ ১০-১১ বছর যাবৎ আমি ট্রেনচালক আজিজ বিশ্বাসের বাসায় ভাড়া থাকি। নাজমুল হোসেন (মুন্না) ওই ড্রাইভারের জামাই। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক। ইন্তি রহমান (২০) ওই পুলিশের ছেলে। দীর্ঘদিন এক বাসায় থাকার সুবাদে তাঁদের সঙ্গে সুসম্পর্ক ছিল।
‘এ সুযোগে ইন্তি আমার ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরে মেয়েকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কে যেতে বাধ্য করে। ভয়ে মেয়ে এত দিন আমাকে কিছুই বলেনি। কিন্তু মঙ্গলবার রাতে ইন্তি ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে দেয়।’
‘বিষয়টি আমার মামাতো বোন লিমা খাতুনের নজরে আসে। তিনি আমার স্ত্রীকে জানান। স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে আমি ওইদিন রাতেই প্রথমে স্থানীয় কাউন্সিলরের কাছে যাই। এরপর কোটচাঁদপুর থানায় গিয়ে অভিযোগ করি।’
ছাত্রীর বাবা আরও বলেন, ‘অভিযোগ পেয়ে ওই রাতেই থানার উপপরিদর্শক (এস আই) সাজ্জাদ হোসেন ও সহকারী উপরিদর্শক (এএসআই) ঘটনাস্থলে আসেন। অভিযুক্ত ইন্তিকে ধরার চেষ্টা করেন। তবে ইন্তি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করেছিল। পুলিশ তখন বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। এরপর ইন্তি ঘরের দরজা ভেঙে কৌশলে পালিয়ে গেছে।’
এ ব্যাপারে ইন্তির বাবা নাজমুল ইসলাম (মুন্না) বলেন, ‘এটা একটা সাজানো নাটক। বাদী পক্ষের সঙ্গে বিরোধ ছিল। সেই জেরে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। আমি আইনের লোক। আইন অমান্য করা ঠিক হবে না। এ কারণে আমি নিজে ছেলেকে থানায় সোপর্দ করতে যাচ্ছি। পরে সত্য মিথ্যা—পরে যা হয় হবে।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত অভিযোগ আকারে আছে। বিকেল ৫টার মধ্যে মূল আসামি হাজির না হলে, মামলাটি নথিভুক্ত করা হবে। মুরাদকে সহযোগী হিসেবে ধরা হয়েছে।’
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল কোটচাঁদপুর ধর্ষণের শিকার হন ৪র্থ শ্রেণির এক ছাত্রী। মেয়েটি মাঠে ঘাস কাটতে ঘাস কাটতে গেলে তাঁর ফুপা তাঁকে ধর্ষণ করে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইন্তি (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, ‘‘দীর্ঘ ১০-১১ বছর যাবৎ আমি ট্রেনচালক আজিজ বিশ্বাসের বাসায় ভাড়া থাকি। নাজমুল হোসেন (মুন্না) ওই ড্রাইভারের জামাই। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক। ইন্তি রহমান (২০) ওই পুলিশের ছেলে। দীর্ঘদিন এক বাসায় থাকার সুবাদে তাঁদের সঙ্গে সুসম্পর্ক ছিল।
‘এ সুযোগে ইন্তি আমার ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরে মেয়েকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কে যেতে বাধ্য করে। ভয়ে মেয়ে এত দিন আমাকে কিছুই বলেনি। কিন্তু মঙ্গলবার রাতে ইন্তি ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে দেয়।’
‘বিষয়টি আমার মামাতো বোন লিমা খাতুনের নজরে আসে। তিনি আমার স্ত্রীকে জানান। স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে আমি ওইদিন রাতেই প্রথমে স্থানীয় কাউন্সিলরের কাছে যাই। এরপর কোটচাঁদপুর থানায় গিয়ে অভিযোগ করি।’
ছাত্রীর বাবা আরও বলেন, ‘অভিযোগ পেয়ে ওই রাতেই থানার উপপরিদর্শক (এস আই) সাজ্জাদ হোসেন ও সহকারী উপরিদর্শক (এএসআই) ঘটনাস্থলে আসেন। অভিযুক্ত ইন্তিকে ধরার চেষ্টা করেন। তবে ইন্তি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করেছিল। পুলিশ তখন বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। এরপর ইন্তি ঘরের দরজা ভেঙে কৌশলে পালিয়ে গেছে।’
এ ব্যাপারে ইন্তির বাবা নাজমুল ইসলাম (মুন্না) বলেন, ‘এটা একটা সাজানো নাটক। বাদী পক্ষের সঙ্গে বিরোধ ছিল। সেই জেরে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। আমি আইনের লোক। আইন অমান্য করা ঠিক হবে না। এ কারণে আমি নিজে ছেলেকে থানায় সোপর্দ করতে যাচ্ছি। পরে সত্য মিথ্যা—পরে যা হয় হবে।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত অভিযোগ আকারে আছে। বিকেল ৫টার মধ্যে মূল আসামি হাজির না হলে, মামলাটি নথিভুক্ত করা হবে। মুরাদকে সহযোগী হিসেবে ধরা হয়েছে।’
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল কোটচাঁদপুর ধর্ষণের শিকার হন ৪র্থ শ্রেণির এক ছাত্রী। মেয়েটি মাঠে ঘাস কাটতে ঘাস কাটতে গেলে তাঁর ফুপা তাঁকে ধর্ষণ করে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে