দামুড়হুদায় আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৩, ১০: ২১
Thumbnail image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঝড়ে আম কুড়াতে গিয়ে ডাল ভেঙে মাথায় পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম সকিনা খাতুন (৪৫)। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার তারিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সকিনা খাতুন দুই সন্তানের জননী। তিনি একই গ্রামের লাল মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যরা জানায়, গতকাল সন্ধ্যায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। সকিনা ও তাঁর দেবর ছমির উদ্দিন ঝড়ে নিজেদের বাগানের আম কুড়াতে যান। এ সময় একটি আমগাছের ডাল ভেঙে সকিনার মাথায় পড়ে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

সকিনার দেবর ছমির উদ্দিন বলেন, ‘ঝড়ের সময় ভাবির সঙ্গে আমি বাগানে আম কুড়াতে গিয়েছিলাম। এ সময় আমাদের বাগানের ফজলি আম গাছের ডাল ভেঙে ভাবির মাথার ওপর পড়ে। আমি নিজে অনেকক্ষণ ডাল উঁচু করে ধরেছিলাম। তবে ভাবিকে বের করতে পারছিলাম না। পরে বাড়িতে গিয়ে লোকজন ডেকে এনে ভাবিকে উদ্ধার করি। হাসপাতালে নেওয়ার পথে ভাবির মৃত্যু হয়।’

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাথায় গাছের ডাল পড়ে সকিনা নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত