Ajker Patrika

মশার উপদ্রব থেকে মুক্তি পেতে মশারি-কয়েল নিয়ে বিক্ষোভ

খুলনা প্রতিনিধি
খুলনায় মশার উপদ্রব থেকে রক্ষা পেতে মশারি ও কয়েল নিয়ে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
খুলনায় মশার উপদ্রব থেকে রক্ষা পেতে মশারি ও কয়েল নিয়ে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

খুলনা নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবিতে মশারি ও কয়েল নিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আ ফ ম মহসীন।

বক্তব্য দেন সংগঠনের খুলনা জেলার সদস্যসচিব মো. বাবুল হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি নাসির উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খুলনা মহানগরের সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের সদস্যসচিব সুতপা বেদঙ্গা প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু তা রোধে সিটি করপোরেশনের ভূমিকা খুবই নগণ্য। সিটি করপোরেশন মশা নিধনের যে ওষুধ ব্যবহার করে সেগুলো অত্যন্ত নিম্নমানের। অন্যদিকে নাগরিকেরা নিজস্ব দায়িত্ব পালন করছেন না, যেখানে-সেখানে ময়লা ফেলা হয়। এ ছাড়া মহানগরীর নালাব্যবস্থা নাজুক, বর্তমানে তা বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। কোনোভাবেই পলিথিন নিষিদ্ধ করা গেল না। এর কর্মের ফল ভোগ করতে হচ্ছে।

বক্তারা দাবি করেন, খুলনা সিটি করপোরেশনকে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। বর্তমানে মশার উপদ্রব যে প্রকট আকার ধারণ করেছে এর ব্যর্থতার দায় সিটি করপোরেশনকে নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘দুর্নীতিবাজ’ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানত ভারত, পরামর্শ দেওয়া ছাড়া কিছু করার ছিল না: জয়শঙ্কর

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব: নেত্র নিউজকে সেনাসদর

সেনানিবাসে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে দ্বিমত করে সারজিসের পোস্ট

গাজীপুরে স্ত্রী-সন্তানের নিথর দেহ মেঝেতে, যুবকের লাশ ঝুলছিল ঘরের আড়ায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত