ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকল অফিসে, নিহত ২ 

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১১: ৫০
আপডেট : ১০ জুন ২০২৪, ১২: ১৮

যশোরের মনিরামপুরে পানির ট্যাংকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি অফিসে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের চালকের সহকারীসহ দুজন নিহত হন। আহত হয়েছেন ট্রাকের চালক। আজ সোমবার সকাল ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর বাঁধাঘাটা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ট্রাক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত দুই ব্যক্তি হলেন ট্রাকের চালকের সহকারী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গেওভাটা গ্রামের আনু মিয়া (৪৮) ও মনিরামপুরের বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান (৮৫)। আহত ট্রাকচালক গাজীপুরের নুরুল ইসলামকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বিজয়রামপুর এলাকার মামুন হোসেন বলেন, সকালে বাঁধাঘাটা মোড়ে ব্যাপারী রাইস মিলের সামনে মিলের মালিক আব্দুস সালামের সঙ্গে বসে গল্প করছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পানির ট্যাংকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে মিলের অফিসরুমে ঢুকে পড়ে। এতে ভেতরে হেলপার আটকা পড়েন। আর ঘটনাস্থলে মারা যান আব্দুর রহমান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে হেলপারকে উদ্ধার করেছে। 

মনিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘ট্রাকের ধাক্কায় স্থানীয় এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত হয়েছে। মিলের অফিসরুমের শাটার ভেঙে ট্রাক ভেতরে ঢুকে পড়ায় ট্রাকের মধ্যে হেলপার চাপা খেয়ে আটকা পড়েন। আমরা হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছি।’ 
 
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহত তিনজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগে দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকের চালক হাসপাতালে ভর্তি আছেন।

মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ পুলিশের হেফাজতে আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত