প্রতিনিধি, পাইকগাছা
পাইকগাছায় ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। এ ঘটনায় থানায় ডাকাতির মামলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বুধবার রাতে উপজেলার রাড়ুলী গ্রামের আবুল হোসেন শেখের বাড়িতে রাত ১টার দিকে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে বেঁধে দুর্বৃত্তরা ডাকাতি করে। বাড়ির আলমারি ভেঙে নগদ ৫৫ হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চলে যায়। বাড়ির লোকজন একজনকে চিনে ফেলে।
এ ঘটনায় বাড়ির মালিক শেখ আবুল হোসেন বাদী হয়ে পাইকগাছা থানায় ডাকাতির মামলা করেন। সহকরী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. সাইফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান বিষয়টি তদন্তকালে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এজাহারনামীয় আসামি রাড়ুলী গ্রামের আকবর শেখের ছেলে সিদ্দিক শেখকে (৩০) বুধবার দুপুরে আটক করে। তার দেওয়া স্বীকারোক্তিতে বৃহস্পতিবার রাড়ুলী গ্রামের আবুল সরদারের ছেলে সামাদ সরদার, রাড়ুলী গ্রামের মৃত রহমত গাজীর ছেলে খুদু (৬০), চাঁদখানি ইউনিয়নের হাসিমপুর গ্রামের হায়দার সরদারের ছেলে কালাম সরদার (৪০) একই এলাকার পঁচা সরদারের ছেলে মন্টু সরদারকে আটক করা হয়।
মামলার তদন্তকরী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক তাকবির হোসেন জানান, তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা, গয়না ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জিয়াউর রহমান বলেন, ডাকাতি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার সিডিএমএস যাচাই করে দেখা গেছে তাদের প্রত্যেকের নামে থানায় চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা ১৬৪ ধারায় জবানবন্দিতে ডাকাতির ঘটনা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। এ ঘটনায় থানায় ডাকাতির মামলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বুধবার রাতে উপজেলার রাড়ুলী গ্রামের আবুল হোসেন শেখের বাড়িতে রাত ১টার দিকে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে বেঁধে দুর্বৃত্তরা ডাকাতি করে। বাড়ির আলমারি ভেঙে নগদ ৫৫ হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চলে যায়। বাড়ির লোকজন একজনকে চিনে ফেলে।
এ ঘটনায় বাড়ির মালিক শেখ আবুল হোসেন বাদী হয়ে পাইকগাছা থানায় ডাকাতির মামলা করেন। সহকরী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. সাইফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান বিষয়টি তদন্তকালে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এজাহারনামীয় আসামি রাড়ুলী গ্রামের আকবর শেখের ছেলে সিদ্দিক শেখকে (৩০) বুধবার দুপুরে আটক করে। তার দেওয়া স্বীকারোক্তিতে বৃহস্পতিবার রাড়ুলী গ্রামের আবুল সরদারের ছেলে সামাদ সরদার, রাড়ুলী গ্রামের মৃত রহমত গাজীর ছেলে খুদু (৬০), চাঁদখানি ইউনিয়নের হাসিমপুর গ্রামের হায়দার সরদারের ছেলে কালাম সরদার (৪০) একই এলাকার পঁচা সরদারের ছেলে মন্টু সরদারকে আটক করা হয়।
মামলার তদন্তকরী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক তাকবির হোসেন জানান, তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা, গয়না ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জিয়াউর রহমান বলেন, ডাকাতি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার সিডিএমএস যাচাই করে দেখা গেছে তাদের প্রত্যেকের নামে থানায় চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা ১৬৪ ধারায় জবানবন্দিতে ডাকাতির ঘটনা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার-১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম জামিন দেন।
৪ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
১১ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) কানিজ ফাতিমা এই রায় ঘোষণা করেন।
১৩ মিনিট আগে৬৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক ঘটনায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ২ জনকে আটক করেছে।
১৬ মিনিট আগে